নহূম 3:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 বাহিনীগণের সদাপ্রভু বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বস্ত্রের অঞ্চল তুলিয়া তোমার মুখের উপরে টানিয়া দিব, জাতিগণকে তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকদিগকে তোমার লজ্জা দেখাইব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 বাহিনীগণের মাবুদ বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার কাপড় তুলে তোমার মুখের উপরে টেনে দেব; জাতিদেরকে, তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকদেরকে তোমার লজ্জা দেখাব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 “আমি তোমার বিপক্ষ,” সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন। “আমি তোমার মুখের উপর তোমার ঘাঘরা তুলে ধরব। আমি জাতিদের তোমার উলঙ্গতা দেখাব ও রাজ্যগুলির কাছে তোমার লজ্জা প্রকাশ করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ দেখ, আমি তোমার প্রতি বিরূপ, আমি তোমার আবরণ খসিয়ে দেব, সর্বজাতির সামনে প্রকাশ করে দেব তোমার নগ্নতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 বাহিনীগণের সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ, আমি তোমার বস্ত্রের অঞ্চল তুলিয়া তোমার মুখের উপরে টানিয়া দিব, জাতিগণকে তোমার উলঙ্গতা ও নানা রাজ্যের লোকদিগকে তোমার লজ্জা দেখাইব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 সর্বশক্তিমান প্রভু বলেছেন, “নীনবী, আমি তোমার বিরূদ্ধে, আমি তোমার জামাকাপড় তোমার মুখের ওপর তুলে দেবো। আমি অন্য জাতিদের কাছে তোমার নগ্ন দেহ দেখাবো। ঐ রাজ্যগুলো তোমার লজ্জা দেখবে। অধ্যায় দেখুন |