নহূম 3:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 তোমার ভঙ্গের প্রতীকার নাই; তোমার ক্ষত সাংঘাতিক; যাহারা তোমার বার্তা শুনিবে; তাহারা তোমার উপর হাততালি দিবে; কেননা তোমার হিংসা কাহার উপরে না অবিরত রহিয়াছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 তোমার আঘাতের প্রতিকার নেই; তোমার ক্ষত সাংঘাতিক; যারা তোমার বার্তা শুনবে, তারা তোমার কথায় হাততালি দেবে; কেননা তোমার নিষ্ঠুরতা কে না ভোগ করেছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 কোনো কিছুই তোমাকে সুস্থ করতে পারবে না; তোমার আঘাতটি মারাত্মক। যতজন তোমার খবর শোনে তারা সবাই তোমার পতনের খুশিতে হাততালি দেয়, যেহেতু তোমার অপার নিষ্ঠুরতার আঁচ কে না পেয়েছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তোমার এ আঘাত সারবার নয় এই ক্ষতে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। তোমার এই পতনের কথা যারা শুনবে, তারা হাততালি দেবে, কারণ এমন কেউ নেই যে তোমার অশেষ অত্যাচারে উৎপীড়িত হয়নি! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তোমার ভঙ্গের প্রতীকার নাই; তোমার ক্ষত সাংঘাতিক; যাহারা তোমার বার্ত্তা শুনিবে, তাহারা তোমার উপরে হাততালী দিবে; কেননা তোমার হিংসা তাহার উপরে না অবিরত রহিয়াছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 নীনবী, তুমি খারাপভাবে আঘাত পেয়েছো। কোন কিছুই তোমার আঘাত সারাতে পারবে না। যারাই তোমার ধ্বংসের কথা শোনে, তারা হাততালি দেয়। তারা সবাই খুশী। কেন? কারণ তুমি সব সময় যে সব ব্যথা দিয়ে থাকো তা তারা সবাই অনুভব করেছে! অধ্যায় দেখুন |