নহূম 3:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তুমি আকাশের তারা হইতেও আপন বনিকগণের বৃদ্ধি করিয়াছ; পতঙ্গ ঝাঁক বাঁধিয়া উড়িয়া যাইতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তুমি পতঙ্গের মত বড় ঝাঁক হও। তুমি আসমানের তারা হতেও তোমার বণিকদের বৃদ্ধি করেছ; পতঙ্গ ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তোমার বণিকদের সংখ্যা তুমি বাড়িয়েই গিয়েছ যতক্ষণ না তারা আকাশের তারাদের চেয়েও সংখ্যায় বেশি হয়েছে, কিন্তু পঙ্গপালের মতো তারা দেশকে ন্যাড়া করে দেয় ও পরে উড়ে চলে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 তারার মত অগণিত যে বণিক দল জাঁকিয়ে বসেছে তোমার দেশে, সমস্ত শোষণ করে পঙ্গপালের মত এই দুর্দিনে দেখ তারা উড়ে যাচ্ছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তুমি আকাশের তারা হইতেও আপন বণিকগণের বৃদ্ধি করিয়াছ; পতঙ্গ ঝাঁক বাঁধিয়া উড়িয়া যাইতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 বহু ব্যবসায়ী লোক তোমার কাছে আছে যারা নানা জায়গায় গিয়ে জিনিষ কেনে। তারা যেন আকাশের নক্ষত্রের মত অসংখ্য। তারা যেন পঙ্গপালের মত, যারা খেতে আসে যে পর্যন্ত না সব শেষ হয়। তারপর তারা ছেড়ে যায়। অধ্যায় দেখুন |