Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহূম 2:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 নদীর দ্বার সকল খুলিয়া গেল; প্রাসাদ বিলীন হইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 নদীর দ্বারগুলো খুলে গেল; প্রাসাদ বিলীন হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 নদীমুখ খুলে গেল এবং রাজপ্রাসাদের পতন হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 অকস্মাৎ ভেঙ্গে পড়ল নদীদ্বার রাজপ্রাসাদ পূর্ণ হল আতঙ্কিত কোলাহলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 নদীর দ্বার সকল খুলিয়া গেল; প্রাসাদ বিলীন হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 কিন্তু নদীর ধারের দরজাগুলো খোলা রয়েছে এবং শত্রুরা এর মধ্যে দিয়ে বন্যার মত প্রবেশ করে রাজার বাড়ী ধ্বংস করছে।

অধ্যায় দেখুন কপি




নহূম 2:6
5 ক্রস রেফারেন্স  

[রাজা] আপন কুলীনবর্গকে স্মরণ করেন, তাহারা গমনে স্খলিত হয়, প্রাচীরের দিকে দৌড়াদৌড়ি হইতেছে, অবরোধ-যন্ত্র স্থাপন করা গিয়াছে।


হাঁ, ইহা নিরূপিত; [নীনবী] বিবস্ত্রা হইয়াছে, নীতা হইতেছে, ও তাহার দাসীগণ কপোতের ধ্বনির ন্যায় শোকধ্বনি করিতেছে, বক্ষঃস্থলে করাঘাত করিতেছে, নীনবী ত জন্মাবধি জলপূর্ণ পুষ্করিণীস্বরূপা, কিন্তু সকলে পলায়ন করিতেছে;


দেখ, তোমার মধ্যস্থিত প্রজারা স্ত্রীলোক; তোমার দেশের পুরদ্বার সকল শত্রুগণের জন্য খোলা গিয়াছে, অগ্নি তোমার অর্গল সকল গ্রাস করিয়াছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন