নহূম 2:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 কোথায় সেই সিংহগণের গর্ত, যুবাকেশরীদের সেই ভোজন-স্থান, যে স্থানে সিংহ, সিংহী ও সিংহশাবক বিহার করিত, ভয় দেখাইবার কেহ ছিল না? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 কোথায় সেই সিংহদের গহ্বর, যুবা কেশরীদের সেই ভোজনস্থান, যে স্থানে সিংহ, সিংহী ও সিংহের বাচ্চা ঘুরে বেড়াত, ভয় দেখাবার কেউ ছিল না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 এখন কোথায় সিংহদের সেই গুহা, সেই স্থান যেখানে তারা যুবসিংহদের খাওয়াতো, যেখানে সিংহ ও সিংহী চলে যেত, ও শাবকেরা নির্ভয়ে বসবাস করত? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 কোথায় গেল সেই নগরী যা ছিল সিংহের গুহাতুল্য, যেখানে লালিত হত সিংহ শাবকেরা শাবকদের নিয়ে সিংহ-সিংহীরা যেখানে নির্ভয়ে বাস করত? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 কোথায় সেই সিংহগণের গর্ত্ত, যুবাকেশরীদের সেই ভোজনস্থান, যে স্থানে সিংহ, সিংহী ও সিংহশাবক বিহার করিত, ভয় দেখাইবার কেহ ছিল না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সিংহের গুহাস্বরূপ নীনবী এখন কোথায় যেখানে পুরুষ এবং স্ত্রী-সিংহরা থাকত? তাদের শিশুরা ভয় পেত না। অধ্যায় দেখুন |