Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:72 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

72 অন্য লোকেরা স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন, দুই সহস্র মানি রৌপ্য ও যাজকদের জন্য সাতষট্টিটি অঙ্গরক্ষক দিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

72 দুই হাজার মানি রূপা ও ইমামদের জন্য সাতষট্টিটি কোর্তা দিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

72 বাকি লোকেরা মোট 20,000 অদর্কোন সোনা ও 2,000 মানি রুপো এবং যাজকদের জন্য 67-টি পোশাক দিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

72 বাকী লোকেরা দিয়েছিল 20,000 স্বর্ণমুদ্রা, 2000 রৌপ্যমুদ্রা এবং পুরেহিতদের জন্য 67টি বস্ত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

72 অন্য লোকেরা স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন, দুই সহস্র মানি রৌপ্য ও যাজকদের জন্য সাতষট্টিটী অঙ্গরক্ষক দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

72 সব মিলিয়ে অন্যান্য ব্যক্তিরা 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা, 1 1/3 টন রূপা এবং যাজকদের জন্য 67 টি বস্ত্রখণ্ড দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:72
5 ক্রস রেফারেন্স  

কয়েকজন পিতৃকুলপতি সেই কর্মের ভাণ্ডারে স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন ও দুই সহস্র দুই শত মানি রৌপ্য দিল।


পরে যাজকেরা, লেবীয়েরা, দ্বারপালেরা ও গায়কেরা, এবং কোন কোন প্রজা ও নথীনীয়েরা, এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিতে লাগিল।


তখন হিল্কিয় যাজক, অহিকাম, অক্‌বোর, শাফন ও অসায়, ইঁহারা বস্ত্রাগারের অধ্যক্ষ হর্হসের পৌত্র তিক্‌বের পুত্র শল্লুমের স্ত্রী হুল্‌দা ভাববাদিনীর নিকটে গেলেন; তিনি যিরূশালেমের দ্বিতীয় বিভাগে বাস করিতেছিলেন। পরে তাঁহারা তাঁহার সহিত কথোপকথন করিলেন।


পরে সপ্তম মাস উপস্থিত হইল, আর ইস্রায়েল-সন্তানগণ ঐ সকল নগরে ছিল; তখন লোকেরা এক মনুষ্যের ন্যায় যিরূশালেমে একত্র হইল।


আর প্রজাদের অবশিষ্ট লোকেরা, যাজক, লেবীয়, দ্বারপাল, গায়ক, নথীনীয় প্রভৃতি যে সকল লোক নানাদেশীয় জাতিগণ হইতে আপনাদিগকে পৃথক করিয়া ঈশ্বরের ব্যবস্থার পক্ষ হইয়াছিল, তাহারা সকলে, তাহাদের স্ত্রী ও পুত্রকন্যাগণ, জ্ঞানবান ও বুদ্ধিমান সকলে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন