Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:71 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

71 কয়েকজন পিতৃকুলপতি সেই কর্মের ভাণ্ডারে স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন ও দুই সহস্র দুই শত মানি রৌপ্য দিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

71 কয়েকজন পিতৃকুলপতি সেই কাজের ভাণ্ডারে সোনার বিশ হাজার অদর্কোন ও দুই হাজার দুই শত মানি রূপা দিল। অন্য লোকেরা সোনার বিশ হাজার অদর্কোন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

71 কয়েকজন পিতৃকুলপতি ভাণ্ডারে এই কাজের জন্য 20,000 অদর্কোন সোনা ও 2,200 মানি রুপো দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

71 কোন কোন গোষ্ঠীপতি দান করেছিলেন 20000 স্বর্গমুদ্রা 2200 রৌপ্যমুদ্রা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

71 কয়েক জন পিতৃকুলপতি সেই কর্ম্মের ভাণ্ডারে স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন ও দুই সহস্র দুই শত মানি রৌপ্য দিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

71 বিভিন্ন পরিবারের প্রধানরা কাজ চালিয়ে যাওয়ার জন্য 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা এবং 1 1/3 টন পরিমাণ রূপো দান করেছিলেন।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:71
6 ক্রস রেফারেন্স  

কেননা যদি আগ্রহ থাকে, তবে যাহার যাহা আছে, তদনুসারে তাহা গ্রাহ্য হয়; যাহার যাহা নাই, তদনুসারে নয়।


কিন্তু তিনি জনাধ্যক্ষদেরও মুখাপেক্ষা করেন না, দরিদ্রের কাছে ধনবানকেও বিশিষ্ট জ্ঞান করেন না, কেননা তাহারা সকলেই তাঁহার হস্তকৃত বস্তু।


তাঁহারা ঈশ্বরের গৃহের কার্যের জন্য পাঁচ সহস্র তালন্ত স্বর্ণ, অদর্কোন নামে দশ সহস্র স্বর্ণমুদ্রা, দশ সহস্র তালন্ত রৌপ্য, আঠার সহস্র তালন্ত পিত্তল, ও এক লক্ষ তালন্ত লৌহ দিলেন।


পিতৃকুলপতিদের মধ্যে কেহ কেহ সেই কর্মের জন্য দান করিল। শাসনকর্তা ভাণ্ডারে স্বর্ণের এক সহস্র অদর্কোন ও পঞ্চাশটি বাটী, এবং যাজকদের জন্য পাঁচ শত ত্রিশটি অঙ্গরক্ষক দিলেন।


অন্য লোকেরা স্বর্ণের বিংশতি সহস্র অদর্কোন, দুই সহস্র মানি রৌপ্য ও যাজকদের জন্য সাতষট্টিটি অঙ্গরক্ষক দিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন