নহিমিয় 7:65 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)65 আর শাসনকর্তা তাহাদিগকে কহিলেন, যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবেন, তাবৎ তোমরা পবিত্র বস্তু ভোজন করিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস65 আর শাসনকর্তা তাদেরকে বললেন, যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক ইমাম অধিষ্ঠিত না হবেন, সেই পর্যন্ত তোমরা পবিত্র বস্তু ভোজন করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ65 সুতরাং, শাসনকর্তা তাদের এই আদেশ দিয়েছিলেন, যে ঊরীম ও তুম্মীম ব্যবহারকারী কোনো যাজক না আসা পর্যন্ত যেন লোকেরা কোনও মহাপবিত্র খাদ্য ভোজন না করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)65 সেইজন্য শাসনকর্তা আদেশ দিলেন উরীম ও তুম্মীম ব্যবহারের উপযুক্ত অধিকারী একজন পুরোহিত নিযুক্ত না হওয়া পর্যন্ত তারা কোন পবিত্র খাদ্যবস্তু গ্রহণ করতে পারবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)65 আর শাসনকর্ত্তা তাহাদিগকে কহিলেন, যে পর্য্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবেন, তাবৎ তোমরা পবিত্র বস্তু ভোজন করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল65 রাজ্যপাল ওই সমস্ত ব্যক্তিদের, পবিত্র খাবার খেতে বারণ করলেন যতক্ষণ পর্যন্ত না প্রধান যাজক ঊরীম ও তুম্মীম ব্যবহার করে ঈশ্বরের কাছে জেনে নেন কি করতে হবে। অধ্যায় দেখুন |