Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 7:45 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

45 দ্বারপালবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টল্‌মোনের সন্তান, অক্কূবের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান, একশত আটত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

45 দ্বারপালবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টল্‌মোনের সন্তান, অক্কুবের সন্তান, হটীটার সন্তান, শোবরের সন্তান, একশত আটত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

45 মন্দিরের দ্বাররক্ষীবর্গ: শল্লুম, আটের, টল্‌মোন, অক্কূব, হটীটা ও শোবয়ের বংশধর 138 জন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

45 দ্বাররক্ষকেরা–শল্লুম, আটের, টলমোন, অক্কুর, হটিটা ও শোবয়ের বংশধর 138

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

45 দ্বারপালবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টল্‌মোনের সন্তান, অক্কুবের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান, এক শত আটত্রিশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

45 এরা হল দ্বার-রক্ষকগণ: শল্লুম, আটের, টল্‌মোন, অক্কুব, হটীটা ও শোবয়ের উত্তরপুরুষ 138

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 7:45
6 ক্রস রেফারেন্স  

দ্বারপালদের সন্তানবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টলমোনের সন্তান, অক্কূবের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান সর্বসুদ্ধ একশত ঊনচল্লিশ জন।


পরে তাহারা গিয়া নগরের দ্বার-রক্ষকদিগকে ডাকিয়া তাহাদিগকে সংবাদ দিল যে, আমরা অরামীয়দের শিবিরে গিয়াছিলাম; আর দেখ, সেখানে কেহ নাই, মানুষের শব্দও নাই, কেবল ঘোড়াগুলি বাঁধা ও গাধাগুলি বাঁধা, আর তাম্বু সকল যেমন ছিল, তেমনি আছে।


গায়কবর্গ; আসফের সন্তান একশত আটচল্লিশ জন।


নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসুফার সন্তান, টব্বায়োতের সন্তান,


তাহার নিকটে যিরূশালেম প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হলোহেশের পুত্র শল্লুম ও তাহার কন্যারা মেরামত করিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন