নহিমিয় 7:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 আর আমি তাঁহাদিগকে বলিলাম, যাবৎ রৌদ্র প্রচণ্ড না হয়, তাবৎ যিরূশালেমের দ্বার সকল খোলা না হউক; এবং রক্ষকেরা নিকটে দণ্ডায়মান থাকিতে দ্বার সকল রুদ্ধ ও কবাট অর্গলে বদ্ধ হউক; এবং তোমরা যিরূশালেম-নিবাসীদিগকে প্রহরী নিযুক্ত কর, তাহারা প্রত্যেকে আপন আপন প্রহরি-স্থানে, আপন আপন গৃহের সম্মুখে, থাকুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর আমি তাঁদেরকে বললাম, যতক্ষণ রৌদ্র প্রচণ্ড না হয়, ততক্ষণ জেরুশালেমের দ্বারগুলো যেন খোলা না হয়; এবং রক্ষকেরা কাছে দণ্ডায়মান থাকতে দ্বারগুলো বন্ধ ও কবাট অর্গলে বন্ধ করা হোক; এবং তোমরা জেরুশালেম-নিবাসীদেরকে প্রহরী নিযুক্ত কর, তারা প্রত্যেকে নিজ নিজ প্রহরি-স্থানে, যার যার বাড়ির সম্মুখে থাকুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আমি তাদের বললাম, “যতক্ষণ না প্রচণ্ড রোদ হয় ততক্ষণ জেরুশালেমের দ্বার যেন খোলা না হয়। রক্ষীরা থাকার সময় তাদের দিয়ে যেন দ্বার বন্ধ করা ও হুড়কা লাগানো হয়। এবং জেরুশালেমের নিবাসীদের মধ্যে থেকে যেন প্রহরী নিযুক্ত হয়, তাদের কেউ কেউ থাকুক পাহারা দেবার জায়গায় আর কেউ কেউ নিজের বাড়ির কাছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আমি তাদের বললাম, সকাল না হওয়া পর্যন্ত জেরুশালেমের কোন দ্বার খোলা হবে না। সূর্যাস্তের পরে দ্বাররক্ষকদের ছুটি হলে দ্বারগুলি যেন ভাল করে খিল দিয়ে বন্ধ করা হয়। তাদের আমি আরও বলেছিলাম যে, যারা জেরুশালেমের মধ্যে বাস করে তাদেরই মধ্যে থেকে যেন দ্বার রক্ষীদের নিয়োগ করা হয়। এদের মধে কিছু লোককে কতকগুলি নির্দিষ্ট স্থানে যেন নিউক্ত করা হয় ও বাকী লোকদের তাদের নিজের বাড়ির এলাকার পাহারায় মোতায়েন করা হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর আমি তাঁহাদিগকে বলিলাম, যাবৎ রৌদ্র প্রচণ্ড না হয়, তাবৎ যিরূশালেমের দ্বার সকল খোলা না হউক; এবং রক্ষকেরা নিকটে দণ্ডায়মান থাকিতে দ্বার সকল রুদ্ধ ও কবাট অর্গলে বদ্ধ হউক; এবং তোমরা যিরূশালেম-নিবাসীদিগকে প্রহরী নিযুক্ত কর, তাহারা প্রত্যেকে আপন আপন প্রহরি-স্থানে, আপন আপন গৃহের সম্মুখে, থাকুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আমি তখন তাদের নির্দেশ দিলাম, “প্রতিদিন সূর্যোদয়ের কয়েক ঘন্টা পরে জেরুশালেমের ফটকগুলি খুলবে। আর সূর্যাস্তের পূর্বেই তোমরা ফটক বন্ধ করে তালা লাগাবে। এছাড়াও, রক্ষী হিসেবে যাদের নিয়োগ করবে তারা যেন এ শহরেরই বাসিন্দা হয়। এই সমস্ত রক্ষীদের কয়েক জনকে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় পাহারা দিতে পাঠাবে আর বাদবাকিরা যেন তাদের বাড়ির কাছাকাছি অঞ্চলেই পাহারা দেয়।” অধ্যায় দেখুন |