নহিমিয় 6:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 এই প্রকারে তাহারা আমার কাছে চারি বার লোক পাঠাইল, আর আমি তাহাদিগকে তদ্রূপ উত্তর দিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 এইভাবে তারা আমার কাছে চারবার লোক পাঠাল, আর আমি তাদেরকে সেই একই রকম জবাব দিলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তারা চার বার একই সংবাদ আমাকে পাঠাল আর প্রত্যেকবার আমি তাদের একই উত্তর দিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 চারবার তারা একই কথা আমার কাছে বলে পাঠাল আর প্রত্যেকবার আমি একই উত্তর দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 এই প্রকারে তাহারা আমার কাছে চারি বার লোক পাঠাইল, আর আমি তাহাদিগকে তদ্রূপ উত্তর দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সন্বল্লট ও গেশম আমাকে চারবার একই খবর পাঠিয়েছিল, কিন্তু আমি তাদের একই উত্তর দিয়েছিলাম। অধ্যায় দেখুন |