Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 6:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

17 আবার ঐ সময়ে যিহূদার প্রধান লোকেরা টোবিয়ের নিকটে অনেক পত্র পাঠাইত, এবং টোবিয়ের পত্রও তাহাদের কাছে আসিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 আবার ঐ সময়ে এহুদার প্রধান লোকেরা টোবিয়ের কাছে অনেক পত্র পাঠাত এবং টোবিয়ের পত্রও তাদের কাছে আসত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 আবার, সেই সময় যিহূদার গণ্যমান্য লোকেরা টোবিয়ের কাছে অনেক চিঠিপত্র পাঠাতেন এবং টোবিয়ের কাছ থেকে তারা উত্তরও পেতেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 সেই সময়ে যিহুদীয়ায় উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও টোবিয়ের মধ্যে চিঠিপত্রের আদানপ্রদান চলছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 আবার ঐ সময়ে যিহূদার প্রধান লোকেরা টোবিয়ের নিকটে অনেক পত্র পাঠাইত, এবং টোবিয়ের পত্রও তাহাদের কাছে আসিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 এছাড়াও, সে সময়ে দেওয়াল নির্মাণের কাজ শেষ হবার পর, যিহূদার ধনী ব্যক্তিরা টোবিয়কে চিঠি লিখত এবং টোবিয় সেসব চিঠির জবাব দিত।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 6:17
8 ক্রস রেফারেন্স  

ইলিয়াশীব মহাযাজকের পুত্র যিহোয়াদার এক পুত্র হোরোণীয় সন্‌বল্লটের জামাতা ছিল, এই জন্য আমি আমার নিকট হইতে তাহাকে তাড়াইয়া দিলাম।


আর আমি মনে মনে বিবেচনা করিলাম, এবং প্রধান লোকদিগকে ও অধ্যক্ষদিগকে ভর্ৎসনা করিয়া কহিলাম, তোমরা প্রত্যেক জন আপন আপন ভ্রাতার কাছে সুদ আদায় করিয়া থাক। পরে তাহাদের বিরুদ্ধে মহাসমাজ একত্র করিলাম।


তাহাদের নিকটে তকোয়ীয়েরা মেরামত করিল, কিন্তু তাহাদের প্রধানবর্গ আপনাদের প্রভুর কর্মে ঘাড় পাতিল না।


পরে আমাদের সমস্ত শত্রু যখন তাহা শুনিল, তখন আমাদের চারিদিকের জাতিগণ সকলে ভীত হইল, এবং আপনাদের দৃষ্টিতে নিতান্ত লঘু হইল, কেননা এই কার্য যে আমাদের ঈশ্বর হইতেই হইল, ইহা তাহারা বুঝিল।


কারণ যিহূদার মধ্যে অনেকে তাহার পক্ষে শপথ করিয়াছিল; কারণ সে আরহের পুত্র শখনিয়ের জামাতা ছিল, এবং তাহার পুত্র যিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিবাহ করিয়াছিল।


ইহার পূর্বে, আমাদের ঈশ্বরের গৃহের কুঠরি সকলের অধ্যক্ষ ইলিয়াশীব যাজক টোবিয়ের কুটুম্ব হওয়াতে তাহার জন্য এক বৃহৎ কুঠরি প্রস্তুত করিয়াছিল;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন