নহিমিয় 6:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তাহাকে এই জন্য ঘুষ দেওয়া হইয়াছিল, যেন আমি ভীত হইয়া সেই কর্ম করি ও পাপ করি, এবং তাহারা যেন আমার দুর্নাম করিবার সূত্র পাইয়া আমাকে টিট্কারি দিতে পারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তাকে এজন্য ঘুষ দেওয়া হয়েছিল, যেন আমি ভয় পেয়ে সেই কাজ করি ও গুনাহ্ করি এবং তারা যেন আমার দুর্নাম করার সূত্র পেয়ে আমাকে টিট্কারি দিতে পারে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তাকে ভাড়া করা হয়েছিল যেন ভয়ে এই কাজ করে আমি পাপ করি, এবং তারা যেন আমার দুর্নাম করার সুযোগ পেয়ে আমাকে টিট্কারি দিতে পারে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আমাকে ভয় দেখাবার জন্য তাকে ভাড়া করা হয়েছিল যেন আমি এই পাপ কাজ করি। তাহলে তারা আমাকে অপদস্থ করে আমার দুর্নাম রটাতে পারবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তাহাকে এই জন্য ঘুষ দেওয়া হইয়াছিল, যেন আমি ভীত হইয়া সেই কর্ম্ম করি ও পাপ করি, এবং তাহারা যেন আমার দুর্নাম করিবার সূত্র পাইয়া আমাকে টিট্কারি দিতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 আমাকে ভয় দেখানোর জন্য ও মন্দিরের ভেতরে যেতে প্ররোচিত করবার জন্য শময়িয়কে টাকা দেওয়া হয়েছিল যাতে এই কাজ করে আমি পাপ আচরণ করি তাহলে ওরা আমাকে অপদস্থ করবার জন্য বদনাম দিতে পারে। অধ্যায় দেখুন |