নহিমিয় 4:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 উহাদের অপরাধ ঢাকিয়া রাখিও না, ও উহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া যাইতে দিও না; কেননা উহারা গাঁথকদের সম্মুখে [তোমাকে] অসন্তুষ্ট করিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 ওদের অপরাধ ঢেকে রেখো না ও ওদের গুনাহ্ তোমার সম্মুখ থেকে মুছে যেতে দিও না; কেননা ওরা গাঁথকদের সম্মুখে তোমাকে অসন্তুষ্ট করেছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তাদের অন্যায় তুমি ক্ষমা কোরো না কিংবা তোমার সামনে থেকে তাদের পাপ তুমি মুছে ফেলো না, কারণ তারা গাঁথকদের সামনেই তোমাকে অসন্তুষ্ট করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তুমি তাদের অপরাধ ক্ষমা করো না, তাদের পাপ মুছে দিও না কারণ তারা নির্মাণকারীদের অপমান ও উপহাস করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 উহাদের অপরাধ ঢাকিয়া রাখিও না, ও উহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া যাইতে দিও না; কেননা উহারা গাঁথকদিগেক সম্মুখে [তোমাকে] অসন্তুষ্ট করিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তোমার চোখের সামনে ওরা যে অপরাধ করেছে তা তুমি ক্ষমা করো না। ওরা দেওয়াল নির্মাতাদের অপমান করেছে ও তাদের নিরুৎসাহ করেছে।” অধ্যায় দেখুন |