Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 4:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

21 এইরূপে আমরা কর্ম করিতাম, এবং অরুণোদয় কাল অবধি তারাদর্শন কাল পর্যন্ত আমাদের অর্ধেক লোক বর্শা ধরিয়া থাকিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 এভাবে আমরা কাজ করতাম এবং সূর্য উঠার সময় থেকে শুরু করে রাতের তারা দেখা যাওয়া পর্যন্ত আমাদের অর্ধেক লোক বর্শা ধরে থাকতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 ভোর থেকে শুরু করে অন্ধকার না হওয়া পর্যন্ত অর্ধেক লোক বর্শা ধরে থাকত আর আমরা এইভাবেই কাজ করতাম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 এইভাবে আমরা কাজ চালিয়ে যেতে লাগলাম। ভোরের প্রথম আলো ফুটবার সময় থেকে সন্ধ্যা তারা দেখা দেওয়া পর্যন্ত অর্ধেক লোক বর্শা ধারণ করে পাহারায় থাকত ও বাকী অর্ধেক লোক সেই সময় কাজ করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 এইরূপে আমরা কর্ম্ম করিতাম, এবং অরুণোদয় কাল অবধি তারাদর্শন কাল পর্য্যন্ত আমাদের অর্দ্ধেক লোক বড়শা ধরিয়া থাকিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 অতএব আমরা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত জেরুশালেমের দেওয়াল বানানোর জন্য কঠিন পরিশ্রম করছিলাম যখন কর্মীদের মধ্যে অর্ধেকরা হাতে বল্লম ধরেছিল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 4:21
6 ক্রস রেফারেন্স  

আর আইস, আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই; কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব।


অতএব, হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়, কেননা তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়।


কিন্তু আমি যাহা আছি, ঈশ্বরের অনুগ্রহেই আছি; এবং আমার প্রতি প্রদত্ত তাঁহার অনুগ্রহ নিরর্থক হয় নাই, বরং তাঁহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করিয়াছি; আমি করিয়াছি, তাহা নয়, কিন্তু আমার সহবর্তী ঈশ্বরের অনুগ্রহই করিয়াছে;


আর তাঁহার যে কার্যসাধক শক্তি আমাতে পরাক্রমে নিজ কার্য সাধন করিতেছে, তদনুসারে প্রাণপণ করিয়া আমি সেই অভিপ্রায়ে পরিশ্রমও করিতেছি।


তোমরা যে কোন স্থানে তূরীর শব্দ শুনিবে, সেই স্থানে আমাদের নিকটে একত্র হইবে; আমাদের ঈশ্বর আমাদের নিমিত্ত যুদ্ধ করিবেন।


সেই সময়ে আমি লোকদিগকে আরও কহিলাম, প্রত্যেক পুরুষ আপন আপন চাকরের সহিত রাত্রিকালে যিরূশালেমের মধ্যে থাকুক; তাহারা রাত্রিকালে আমাদের রক্ষক হইবে, ও দিবসে কর্ম করিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন