নহিমিয় 3:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 হস্সনায়ার সন্তানগণ মৎস-দ্বার গাঁথিল; তাহারা তাহার আড়কাঠা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 হস্সনায়ার সন্তানেরা মৎস্য-দ্বার গাঁথল; তারা তার কড়িকাঠ তুললো এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 হস্সনায়ার ছেলেরা মৎস্যদ্বার গাঁথল। তারা তাঁর কড়িকাঠগুলি এবং তাঁর দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 হস্সনায়ার পুত্রেরা মৎস্যদ্বার আবার গড়ে তুললেন। তাঁরা তার কড়িকাঠও স্থাপন করেছিলেন। কপাট, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 হস্সনায়ার সন্তানগণ মৎস্য-দ্বার গাঁথিল; তাহারা তাহার আড়কাটা তুলিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 হস্সনায়ার পুত্রগণ মৎস্য-দ্বারটি আবার বানাল। তারা বর্গাগুলি যথাস্থানে বসালো, ইমারতটিতে দরজা বসালো এবং তাতে ছিটকিনি ও তালাচাবি লাগালো। অধ্যায় দেখুন |