Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 3:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 তাহার পরে হেনাদদের পুত্র বিন্নূয়ী অসরিয়ের গৃহ অবধি বাঁক ও কোণ পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 তারপর হেনাদদের পুত্র বিন্নূয়ী অসরিয়ের বাড়ি থেকে বাঁক ও কোন্‌ পর্যন্ত আর এক ভাগ মেরামত করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 তার পাশে হেনাদদের ছেলে বিন্নূয়ী অসরিয়ের বাড়ি থেকে শুরু করে বাঁক ও কোনা পর্যন্ত আর একটি অংশ মেরামত করল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 তারপরে হেনাদদের পুত্র বিন্নুয়ী অসরিয়ের গৃহ থেকে প্রাচীরের কোণ পর্যন্ত অন্য একটি অংশ মেরামত করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 তাহার পরে হেনাদদের পুত্র বিন্নূয়ী অসরিয়ের গৃহ অবধি বঙ্ক ও কোণ পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 হেনাদদের পুত্র বিন্নূয়ী অসরিয়ের বাড়ি থেকে শুরু করে দেওয়ালের বাঁক হয়ে কোণ পর্যন্ত অংশটি তুলে ফেলল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 3:24
7 ক্রস রেফারেন্স  

তাহার নিকটে মিস্পার অধ্যক্ষ যেশূয়ের পুত্র এসর [প্রাচীরের] বাঁকে স্থিত অস্ত্রাগারে উঠিবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামত করিল।


আর লেবীয়দের মধ্যে অসনিয়ের পুত্র যেশূয়, হেনাদদের সন্তান বিন্নুয়ী, কদ্‌মীয়েল;


তাহার পরে তকোয়ীয়েরা বহির্বর্তী বৃহৎ দুর্গ অবধি ওফলের প্রাচীর পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল।


হারীমের পুত্র মল্কিয় ও পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্য এক ভাগ ও তুন্দুরের দুর্গ মেরামত করিল।


তাহার পরে বিন্যামীন ও হশূব আপন আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার পরে অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় আপন গৃহের পার্শ্বে মেরামত করিল।


তখন যেশূয়, তাঁহার পুত্রগণ ও ভ্রাতৃগণ, যিহূদার সন্তান কদ্‌মীয়েল ও তাঁহার পুত্রগণ ঈশ্বরের গৃহে কর্মকারীদের কার্যের তত্ত্বাবধানের জন্য একত্র হইয়া দাঁড়াইলেন; লেবীয় হেনাদদের সন্তানগণ ও তাহাদের পুত্র ও ভ্রাতৃগণ [তদ্রূপ করিল]।


এবং তাহাদের ভ্রাতৃগণ শবনিয়, হোদিয়, কলীট, পলায়, হানন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন