নহিমিয় 3:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 তাহার পরে হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাটীর দ্বার অবধি ইলীয়াশীবের বাটীর প্রান্ত পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তারপর হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাড়ির দরজা থেকে ইলীয়াশীবের বাড়ির প্রান্ত পর্যন্ত আর এক ভাগ মেরামত করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তার পরের অংশটি ঊরিয়ের ছেলে মরেমোৎ ইলীয়াশীবের বাড়ির দ্বার থেকে শুরু করে বাড়ির শেষ পর্যন্ত মেরামত করল। ঊরিয় ছিল হক্কোষের ছেলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তাঁর পরে হক্কোসের পৌত্র এবং উরিয়ের পুত্র মরেমথ ইলিয়াসর গৃহের প্রবেশ পথ থেকে প্রাচীরের শেষ পর্যন্ত মেরামত করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহার পরে হক্কোসের সন্তান ঊরিয়ের পুত্র মরেমোৎ ইলিয়াশীবের বাটীর দ্বার অবধি ইলিয়াশীবের বাটীর প্রান্ত পর্য্যন্ত আর এক ভাগ মেরামৎ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 ইলিয়াশীবের বাড়ির প্রবেশপথ থেকে বাড়ির অন্য প্রান্ত পর্যন্ত দেওয়ালের অংশটি হক্কোসের পৌত্র, ঊরিয়ের পুত্র মরেমোৎ মেরামৎ করল। অধ্যায় দেখুন |