নহিমিয় 3:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 তাঁহার নিকটে যিরীহোর লোকেরা গাঁথিল, আর তাহার নিকটে ইম্রির পুত্র সক্কূর গাঁথিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তাঁর কাছে জেরিকোর লোকেরা গাঁথল, আর তার কাছে ইম্রির পুত্র সক্কুর গাঁথল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 এর পরের অংশটি যিরীহোর লোকেরা গাঁথল এবং তাঁর পরের অংশটি গাঁথল ইম্রির ছেলে সক্কূর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 যিরীহোর লোকেরা তার পরবর্তী অংশটি পুনর্নির্মাণ করলেন। এর পরবর্তী অংশ নির্মাণ করলেন ইস্রির পুত্র সক্কুর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তাঁহার নিকটে যিরীহোর লোকেরা গাঁথিল, আর তাহার নিকটে ইম্রির পুত্র সক্কূর গাঁথিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 যাজকের পাশের দেওয়ালটি বানালেন যিরীহোর বাসিন্দারা। আর তার পাশেরটি বানালেন ইম্রির পুত্র সক্কূর। অধ্যায় দেখুন |