Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 3:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 আর মিস্‌পা প্রদেশের অধ্যক্ষ কল্‌হোষির পুত্র শল্লুম উনুই-দ্বার মেরামত করিল; সে তাহা গাঁথিল, তাহার আচ্ছাদন প্রস্তুত করিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল, এবং যে সোপান দিয়া দায়ূদ-নগর হইতে নামিয়া আইসে, সেই পর্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ শীলোহ পুষ্করিণীর প্রাচীর [মেরামত করিল]।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 আর মিসপা প্রদেশের নেতা— কল্‌হোষির পুত্র শল্লুম ফোয়ারা-দ্বার মেরামত করলো; সে তা গাঁথল, তার আচ্ছাদন প্রস্তুত করলো এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল এবং যে সিড়ি দিয়ে দাউদ-নগর থেকে নেমে আসে, সেই পর্যন্ত বাদশাহ্‌র বাগানের সম্মুখস্থ শীলোহ পুষ্করিণীর প্রাচীর মেরামৎ করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 মিস্‌পা প্রদেশের শাসনকর্তা কল্‌হোষির ছেলে শল্লুম উনুইদ্বার মেরামত করলেন। তিনি তার উপর ছাদ দিলেন এবং তার দরজা, খিল ও হুড়কাগুলি লাগালেন। রাজার বাগানের পাশে শীলোহের পুকুরের প্রাচীর থেকে আরম্ভ করে দাউদ-নগরের থেকে যে সিঁড়ি নেমে গেছে সেই পর্যন্ত তিনি মেরামত করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 মিস্‌পার শাসক কলহোষির পুত্র শল্লুম ফোয়ারা দ্বার মেরামত করিয়েছিলেন। তিনি তার ছাদ পুনর্নির্মাণ করলেন। দরজাগুলি, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করেছিলেন। তিনি দাউদ নগর থেকে যে সিঁড়িগুলি নীচের দিকে নেমে গিয়েছিল সেই পর্যন্ত রাজার উদ্যানের পাশে শীলোহ সরোবরের দ্বার নামে প্রাচীর মেরামত করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 আর মিস্‌পা প্রদেশের অধ্যক্ষ—কল্‌হোষির পুত্র—শল্লুম উনুই-দ্বার মেরামৎ করিল; সে তাহা গাঁথিল, তাহার আচ্ছাদন প্রস্তুত করিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল, এবং যে সোপান দিয়া দায়ূদ-নগর হইতে নামে, সেই পর্য্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ শীলোহ পুষ্করিণীর প্রাচীর [মেরামৎ করিল]।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 কল্হোষির পুত্র শল্লুম ঝর্ণা-ফটকটি মেরামৎ‌ করল। শল্লুম ছিলেন মিস্পা জেলার রাজ্যপাল। তিনি ফটকটি মেরামৎ‌ করলেন এবং তার মাথায় একটি ছাদ বানালেন। তিনি এর দরজাগুলি তালা ও ছিটকিনিসহ বসালেন। এছাড়া, শল্লুম রাজবাগিচার পাশে শীলোহ পুকুরের দেওয়ালও মেরামৎ‌ করলেন। দেওয়ালটি দায়ূদ নগরের যেখান থেকে যে সিঁড়ি নেমে এসেছে সেখান পর্যন্ত তিনি মেরামৎ‌ করলেন।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 3:15
19 ক্রস রেফারেন্স  

অনুবাদ করিলে এই নামের অর্থ ‘প্রেরিত’। তখন সে গিয়া ধুইয়া ফেলিল, এবং দেখিতে দেখিতে আসিল।


এই লোকেরা ত শীলোহের মৃদুগামী স্রোত অগ্রাহ্য করিয়া রৎসীনে ও রমলিয়ের পুত্রে আনন্দ করিতেছে।


তাহারা উনুই-দ্বারের নিকট হইয়া সম্মুখস্থ দায়ূদ-নগরের সোপানে প্রাচীরের ঊর্ধ্ব-গমন স্থান দিয়া দায়ূদের গৃহের উপর দিয়া জল-দ্বার পর্যন্ত পূর্বদিকে গমন করিল।


তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। অথবা সেই আঠার জন, যাহাদের উপরে শীলোহে স্থিত উচ্চ গৃহ পড়িয়া গিয়া তাহাদিগকে মারিয়া ফেলিল, তোমরা কি তাহাদের বিষয়ে মনে করিতেছ যে, তাহারা যিরূশালেম-নিবাসী অন্য সকল লোক অপেক্ষা অধিক অপরাধী ছিল?


আর উনুই-দ্বার ও রাজার পুষ্করিণী পর্যন্ত গেলাম, কিন্তু সেই স্থানে আমার বাহন পশুর যাইবার স্থান ছিল না।


তাহাতে যিরমিয় মিস্পাতে অহীকামের পুত্র গদলিয়ের নিকটে গিয়া দেশে অবশিষ্ট লোকদের মধ্যে তাঁহার সহিত বাস করিতে লাগিলেন।


আর বৈৎ-হক্কেরম প্রদেশের অধ্যক্ষ রেখবের পুত্র মল্কিয় সার-দ্বার মেরামত করিল; সে তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল।


তাহার নিকটে যিরূশালেম প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হলোহেশের পুত্র শল্লুম ও তাহার কন্যারা মেরামত করিল।


তাহাদের নিকটে যিরূশালেম প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হূরের পুত্র রফায় মেরামত করিল।


তাহাদের নিকটে গিবিয়োনীয় মলাটিয় ও মেরোণোথীয় যাদোন, এবং গিবিয়োনের ও মিস্‌পার লোকেরা মেরামত করিল, ইহারা নদী-পারস্থ দেশাধ্যক্ষের সিংহাসনের অধীন।


এই হিষ্কিয় গীহোনের জলের উচ্চতর মুখ বদ্ধ করিয়া সরল পথে দায়ূদ-নগরের পশ্চিম পার্শ্বে সেই জল নামাইয়া আনিয়াছিলেন। আর হিষ্কিয় আপনার সকল কার্যেই কৃতকার্য হইলেন।


পরে নগর একস্থানে ভগ্ন হইল, আর সমস্ত যোদ্ধা রাত্রিতে রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের মধ্যবর্তী দ্বারের পথ দিয়া পলায়ন করিল; তখন কল্‌দীয়েরা নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল। আর [রাজা] অরাবা তলভূমির পথে গেলেন।


আর ইস্রায়েল-সন্তানগণ মিস্‌পাতে উঠিয়া গিয়াছে, এই কথা বিন্যামীন-সন্তানগণ শুনিতে পাইল। পরে ইস্রায়েল-সন্তানগণ কহিল, বল দেখি, এই দুষ্কর্ম কি প্রকারে হইল?


পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দান অবধি বের্‌-শেবা পর্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মনুষ্যের ন্যায় মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হইল।


পরে আমি তাহাদিগকে কহিলাম, আমরা কেমন দুরবস্থায় আছি, তাহা তোমরা দেখিতেছ; যিরূশালেম ধ্বংসিত ও তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ধ রহিয়াছে; আইস, আমরা যিরূশালেমের প্রাচীর নির্মাণ করি, যেন আর গ্লানির পাত্র না থাকি।


তাহার নিকটে মিস্পার অধ্যক্ষ যেশূয়ের পুত্র এসর [প্রাচীরের] বাঁকে স্থিত অস্ত্রাগারে উঠিবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামত করিল।


সেই বৃক্ষোৎপাদক বনে জল সেচনের জন্য আমি স্থানে স্থানে পুষ্করিণী খনন করিলাম।


আর দায়ূদ সেই দুর্গে বসতি করিয়া তাহার নাম দায়ূদ-নগর রাখিলেন; এবং দায়ূদ মিল্লো অবধি ভিতর পর্যন্ত চারিদিকে [প্রাচীর] গাঁথিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন