নহিমিয় 3:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আর মিস্পা প্রদেশের অধ্যক্ষ কল্হোষির পুত্র শল্লুম উনুই-দ্বার মেরামত করিল; সে তাহা গাঁথিল, তাহার আচ্ছাদন প্রস্তুত করিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল, এবং যে সোপান দিয়া দায়ূদ-নগর হইতে নামিয়া আইসে, সেই পর্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ শীলোহ পুষ্করিণীর প্রাচীর [মেরামত করিল]। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আর মিসপা প্রদেশের নেতা— কল্হোষির পুত্র শল্লুম ফোয়ারা-দ্বার মেরামত করলো; সে তা গাঁথল, তার আচ্ছাদন প্রস্তুত করলো এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল এবং যে সিড়ি দিয়ে দাউদ-নগর থেকে নেমে আসে, সেই পর্যন্ত বাদশাহ্র বাগানের সম্মুখস্থ শীলোহ পুষ্করিণীর প্রাচীর মেরামৎ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 মিস্পা প্রদেশের শাসনকর্তা কল্হোষির ছেলে শল্লুম উনুইদ্বার মেরামত করলেন। তিনি তার উপর ছাদ দিলেন এবং তার দরজা, খিল ও হুড়কাগুলি লাগালেন। রাজার বাগানের পাশে শীলোহের পুকুরের প্রাচীর থেকে আরম্ভ করে দাউদ-নগরের থেকে যে সিঁড়ি নেমে গেছে সেই পর্যন্ত তিনি মেরামত করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 মিস্পার শাসক কলহোষির পুত্র শল্লুম ফোয়ারা দ্বার মেরামত করিয়েছিলেন। তিনি তার ছাদ পুনর্নির্মাণ করলেন। দরজাগুলি, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করেছিলেন। তিনি দাউদ নগর থেকে যে সিঁড়িগুলি নীচের দিকে নেমে গিয়েছিল সেই পর্যন্ত রাজার উদ্যানের পাশে শীলোহ সরোবরের দ্বার নামে প্রাচীর মেরামত করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর মিস্পা প্রদেশের অধ্যক্ষ—কল্হোষির পুত্র—শল্লুম উনুই-দ্বার মেরামৎ করিল; সে তাহা গাঁথিল, তাহার আচ্ছাদন প্রস্তুত করিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল, এবং যে সোপান দিয়া দায়ূদ-নগর হইতে নামে, সেই পর্য্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ শীলোহ পুষ্করিণীর প্রাচীর [মেরামৎ করিল]। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 কল্হোষির পুত্র শল্লুম ঝর্ণা-ফটকটি মেরামৎ করল। শল্লুম ছিলেন মিস্পা জেলার রাজ্যপাল। তিনি ফটকটি মেরামৎ করলেন এবং তার মাথায় একটি ছাদ বানালেন। তিনি এর দরজাগুলি তালা ও ছিটকিনিসহ বসালেন। এছাড়া, শল্লুম রাজবাগিচার পাশে শীলোহ পুকুরের দেওয়ালও মেরামৎ করলেন। দেওয়ালটি দায়ূদ নগরের যেখান থেকে যে সিঁড়ি নেমে এসেছে সেখান পর্যন্ত তিনি মেরামৎ করলেন। অধ্যায় দেখুন |