নহিমিয় 3:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 হানূন এবং সানোহ-নিবাসীরা উপত্যকা-দ্বার মেরামত করিল; তাহারা তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল; এবং সার-দ্বার পর্যন্ত প্রাচীরের এক সহস্র হস্ত [মেরামত করিল]। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 হানূন এবং সাহোন-নিবাসীরা উপত্যকা-দ্বার মেরামত করলো; তারা তা গাঁথল এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল; এবং সার-দ্বার পর্যন্ত প্রাচীরের এক হাজার হাত মেরামত করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 হানূন এবং সানোহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করল। তারা তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল। তারা সার-দ্বার পর্যন্ত 1,000 হাত প্রাচীরও মেরামত করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 হানুন আর সানোহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করেছিল। তারা সেটি পুনর্নির্মাণ করেছিল, তার দরজা, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করেছিল। তারা সার দ্বার পর্যন্ত একহাজার হাত প্রাচীর মেরামত করেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 হানূন এবং সানোহ-নিবাসীরা উপত্যকার দ্বার মেরামৎ করিল; তাহারা তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল; এবং সার-দ্বার পর্য্যন্ত প্রাচীরের এক সহস্র হস্ত [মেরামৎ করিল]। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 হানূন নামে এক ব্যক্তি এবং সানোহের লোকরা উপত্যকার ফটকটি মেরামৎ করল। তারা দরজাটি কব্জার ওপর বসিয়ে তাতে তালা-চাবি দিল এবং ছাইগাদা-ফটক পর্যন্ত 500 গজ দেওয়াল মেরামৎ করল। অধ্যায় দেখুন |