Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 3:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 হারীমের পুত্র মল্কিয় ও পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্য এক ভাগ ও তুন্দুরের দুর্গ মেরামত করিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 হারীমের পুত্র মল্কিয় ও পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্য এক ভাগ ও তুন্দুরের উচ্চগৃহ মেরামত করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 হারীমের ছেলে মল্কিয় ও পহৎ-মোয়াবের ছেলে হশূব অন্য এক ভাগ ও তুন্দুর দুর্গটি মেরামত করল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 হারীমের পুত্র মল্কিয় আর পহৎ, মোয়াবের পুত্র হশূব অন্য একটি অংশ এবং উনানের দুর্গ মেরামত করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 হারীমের পুত্র মল্কিয় ও পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্য একভাগ ও তুন্দুরের দুর্গ মেরামৎ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 হারীমের পুত্র মল্কিয় ও পহৎ—মোয়াবের পুত্র হশূব পরের অংশটি এবং চুল্লী-গম্বুজও মেরামৎ‌ করল।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 3:11
10 ক্রস রেফারেন্স  

আর স্তবগানকারী দ্বিতীয় দল প্রাচীরের উপর দিয়া তাহাদের সঙ্গে মিলিতে গেল; এবং আমি ও লোকদের অর্ধেক তাহাদের পশ্চাতে গমন করিলাম। তাহারা তুন্দুরের দুর্গ অবধি প্রশস্ত প্রাচীর পর্যন্ত,


যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ-মোয়াবের সন্তান দুই সহস্র আট শত বারো জন।


প্রজাদের মধ্যে প্রধান লোকেরা, পরোশ, পহৎ-মোয়াব, এলম, সত্তূ, বানি,


হারীম, মরেমোৎ, ওবদিয়,


যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ-মোয়াবের সন্তান দুই সহস্র আট শত আঠার জন।


পহৎ-মোয়াবের সন্তানদের মধ্যে সরহিয়ের পুত্র ইলীয়ৈনয়, ও তাহার সঙ্গী দুই শত পুরুষ।


হারীমের সন্তানদের মধ্যে ইলিয়েষর, যিশিয়, মল্কিয়, শময়িয়, শিমিয়োন,


তাহাদের নিকটে হরূমফের পুত্র যিদায় আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার নিকটে হশব্‌নিয়ের পুত্র হটুশ মেরামত করিল।


তোমরা সিয়োনকে প্রদক্ষিণ কর, তাহার চারিদিকে ভ্রমণ কর, তাহার দুর্গ সকল গণনা কর,


হারীমের সন্তান তিনশত কুড়ি জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন