Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 3:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 তাহাদের নিকটে হরূমফের পুত্র যিদায় আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার নিকটে হশব্‌নিয়ের পুত্র হটুশ মেরামত করিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 তাদের কাছে হরূমফের পুত্র যিদায় তার বাড়ির সম্মুখে মেরামত করলো। তার কাছে হশব্‌নিয়ের পুত্র হটুশ মেরামত করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তার পরের অংশটি মেরামত করল হরূমফের ছেলে যিদায়। এই অংশটি তাঁর বাড়ির সামনে ছিল, এবং তাঁর পরের অংশটি হশব্‌নিয়ের ছেলে হটূশ মেরামত করল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 তার সংলগ্ন অংশ হরূমফের পুত্র যিদায় তাঁর গৃহের বিপরীত দিক মেরামত করলেন আর তার পরবর্তী অংশ হশ্‌বনিয়ের পুত্র হটুশ মেরামত করেছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 তাহাদের নিকটে হরূমফের পুত্র যিদায় আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল। তাহার নিকটে হশব্‌নিয়ের পুত্র হটুশ মেরামৎ করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 এরপর হরূমফের পুত্র যিদায় একেবারে নিজের বাড়ির উলেটাদিক পর্যন্ত দেওয়ালটি বানালো। পরের অংশটি বানালো হশব্‌নিয়ের পুত্র হটুশ।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 3:10
7 ক্রস রেফারেন্স  

হটূশ, শবনিয়, মল্লূক,


তাহার পরে বিন্যামীন ও হশূব আপন আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার পরে অননিয়ের সন্তান মাসেয়ের পুত্র অসরিয় আপন গৃহের পার্শ্বে মেরামত করিল।


তাহাদের নিকটে যিরূশালেম প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হূরের পুত্র রফায় মেরামত করিল।


হারীমের পুত্র মল্কিয় ও পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্য এক ভাগ ও তুন্দুরের দুর্গ মেরামত করিল।


পরে যেশূয় ও কদ্‌মীয়েল, বানি, হশব্‌নিয়, শেরেবিয়, হোদিয়, শবনিয়, পথাহিয়, এই কয়েক জন লেবীয় এই কথা কহিল, উঠ, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ কর, যিনি অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত [ধন্য]। তোমার প্রতাপান্বিত নামের ধন্যবাদ হউক, যাহা যাবতীয় ধন্যবাদ ও প্রশংসার অতীত।


হারীম, মরেমোৎ, ওবদিয়,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন