নহিমিয় 2:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তখন আমি রাত্রিকালে স্রোতের ধার দিয়া উপরে উঠিয়া প্রাচীর দেখিলাম, আর ফিরিয়া উপত্যকা-দ্বার দিয়া প্রবেশ করিলাম, পরে ফিরিয়া আসিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তখন আমি সেই রাতে স্রোতের ধার দিয়ে উপরে উঠে প্রাচীর দেখলাম, আর ফিরে উপত্যকা-দ্বার দিয়ে প্রবেশ করলাম, পরে ফিরে এলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 এজন্য আমি সেরাতে প্রাচীরের অবস্থা দেখতে উপত্যকার মধ্য দিয়ে গেলাম এবং উপত্যকা দ্বার দিয়ে আবার ফিরে আসলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তাই আমি রাতে উপত্যকার উপরে উঠে প্রাচীরগুলি পর্যবেক্ষণ করলাম। শেষে ফিরে গিয়ে উপত্যকার দ্বার দিয়ে আবার প্রবেশ করলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তখন আমি রাত্রিকালে স্রোতের ধার দিয়া উপরে উঠিয়া প্রাচীর দেখিলাম, আর ফিরিয়া উপত্যকার দ্বার দিয়া প্রবেশ করিলাম, পরে ফিরিয়া আসিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তাই আমি রাতে দেওয়ালগুলো পর্যবেক্ষণ করতে করতে উপত্যকার ওপর দিক পর্যন্ত গেলাম এবং দেওয়ালটি বরাবর এগিয়ে গেলাম যতক্ষণ না উপত্যকার ফটকে এসে পৌঁছলাম। তারপর শহরে ফিরে গেলাম। অধ্যায় দেখুন |