নহিমিয় 2:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 পরে আমি ও আমার সঙ্গী কয়েক জন পুরুষ, আমরা রাত্রিতে উঠিলাম; কিন্তু যিরূশালেমের জন্য যাহা করিতে ঈশ্বর আমার মনে প্রবৃত্তি দিয়াছিলেন, তাহা কাহাকেও বলি নাই; এবং আমি যে পশুর উপরে আরোহণ করিয়াছিলাম, সেটি ছাড়া আর কোন পশু আমার সঙ্গে ছিল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 পরে আমি ও আমার সঙ্গী কয়েকজন পুরুষ, আমরা রাতে উঠলাম; কিন্তু জেরুশালেমের জন্য যা করতে আল্লাহ্ আমার মনে প্রবৃত্তি দিয়েছিলেন, তা কাউকেও বলি নি; এবং আমি যে পশুর উপরে আরোহণ করেছিলাম, সেটি ছাড়া আর কোন পশু আমার সঙ্গে ছিল না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 রাতে আমি কয়েকজন লোককে সঙ্গে নিয়ে বের হলাম। জেরুশালেমের জন্য যা করতে ঈশ্বর আমায় মনে ইচ্ছা দিয়েছিলেন তা আমি কাউকে বলিনি। আমি যে পশুর উপর চড়েছিলাম সেটি ছাড়া আর কোনও পশু আমার সঙ্গে ছিল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 তারপর কয়েকজনকে সঙ্গে নিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়লাম। কিন্তু জেরুশালেম সম্পর্কে ঈশ্বর আমার অন্তরে যে নির্দেশ দিয়েছিলেন, সে কথা আমি কাউকে বলিনি। আমার বাহনটি ছাড়া আর কোন পশু আমাদের সঙ্গে ছিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 পরে আমি ও আমার সঙ্গী কয়েকটী পুরুষ, আমরা রাত্রিতে উঠিলাম; কিন্তু যিরূশালেমের জন্য যাহা করিতে ঈশ্বর আমার মনে প্রবৃত্তি দিয়াছিলেন, তাহা কাহাকেও বলি নাই; এবং আমি যে পশুর উপরে আরোহন করিয়াছিলাম, সেটী ছাড়া আর কোন পশু আমার সঙ্গে ছিল না। অধ্যায় দেখুন |