নহিমিয় 12:40 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)40 এইরূপে ঈশ্বরের গৃহে স্তবগানকারীদের ঐ দুই দল, এবং আমি ও আমার সহিত অধ্যক্ষদের অর্ধেক লোক; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস40 এভাবে আল্লাহ্র গৃহে প্রশংসা-গজলকারীদের ঐ দুই দল এবং আমি ও আমার সঙ্গে কর্মকর্তাদের অর্ধেক লোক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ40 যে দুটি গানের দল ধন্যবাদ দিয়েছিল তারা তারপর ঈশ্বরের গৃহের মধ্যে তাদের জায়গায় গিয়ে দাঁড়াল; এবং আমিও তাই করলাম। আমার সঙ্গে কর্মকর্তাদের অর্ধেক লোক ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)40 মন্দিরের স্তবগানকারী দুটি গায়কদল ঈশ্বরের মন্দিরে নিজের জায়গায় গিয়ে দাঁড়াল। আমি ও অর্ধেক সংখ্যক রাজকর্মচারী অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)40 এইরূপে ঈশ্বরের গৃহে স্তবগানকারীদের ঐ দুই দল, এবং আমি ও আমার সহিত অধ্যক্ষদের অর্দ্ধেক লোক; আর ইলীয়াকীম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল40 তারপর এই দুই গায়কের দল ঈশ্বরের মন্দিরে তাদের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়ালো, আমিও নিজের জায়গায় এসে দাঁড়ালাম। তারপর আধিকারিকদের অর্ধেক তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়াল। অধ্যায় দেখুন |