নহিমিয় 12:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)36 ও ইহার ভ্রাতৃগণ শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি, ইহারা ঈশ্বরের লোক দায়ূদের নিরূপিত নানা বাদ্যযন্ত্র হস্তে লইয়া চলিল, এবং অধ্যাপক ইষ্রা তাহাদের অগ্রে অগ্রে চলিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 ও এর ভাইয়েরা শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, এহুদা ও হনানি, এরা আল্লাহ্র লোক দাউদের নির্ধারিত নানা বাদ্যযন্ত্র হাতে নিয়ে চললো এবং অধ্যাপক উযায়ের তাদের অগ্রভাগে চললেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 এবং তার সহযোগীরা—শময়িয়, অসরেল, মিললয়, গিলল্য, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি—ঈশ্বরের লোক দাউদের কথামতো তারা বিভিন্ন রকম বাজনা নিয়ে চলল, এবং বিধানের অধ্যাপক ইষ্রা তাদের আগে আগে চলল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 ও তাঁর সহযোগী শময়িয়, অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহুদা ও হনানি ঈশ্বরভক্ত দাউদের নির্দেশ অনুযায়ী বাদ্যযন্ত্রসহ সঙ্গে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 তাহার পুত্র সখরিয়, ও ইহার ভ্রাতৃগণ শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি, ইহারা ঈশ্বরের লোক দায়ূদের নিরূপিত নানা বাদ্যযন্ত্র হস্তে লইয়া চলিল, এবং অধ্যাপক ইষ্রা তাহাদের অগ্রে অগ্রে চলিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 এদের মধ্যে ছিলেন আসফের ভাই শময়িয়, অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা এবং হনানি। তাঁদের সঙ্গে ছিল ঈশ্বরের দূত দায়ূদ নির্মিত সব বাদ্যযন্ত্র। শিক্ষক ইষ্রা দেওয়াল উৎসর্গীকরণ উৎসবে যাঁরা জড়ো হয়েছিলেন তাঁদের নেতৃত্ব দিলেন। অধ্যায় দেখুন |
আর তিনি আপন পিতা দায়ূদের নিরূপণানুসারে যাজকদের সেবাকর্মার্থে তাহাদের পালা নিরূপণ করিলেন, এবং প্রতিদিনের বিধানানুসারে প্রশংসা ও যাজকদের সম্মুখে পরিচর্যা করিতে লেবীয়দিগকে আপন আপন কার্যে নিযুক্ত করিলেন। আর তিনি পালানুসারে প্রতি দ্বারে দ্বারপালদিগকেও নিযুক্ত করিলেন; কেননা ঈশ্বরের লোক দায়ূদ সেইরূপ আজ্ঞা করিয়াছিলেন।