নহিমিয় 12:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 আর তূরীর সহিত যাজক-সন্তানদের মধ্যে কয়েকজন লোক, অর্থাৎ আসফের বংশজাত সক্কুরের সন্তান, মীখায়ের সন্তান, মত্তনিয়ের সন্তান, শময়িয়ের পুত্র যে যোনাথন, তাহার পুত্র সখরিয়, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 আর তুরীর সঙ্গে ইমাম-সন্তানদের মধ্যে কয়েকজন লোক, অর্থাৎ আসফের বংশজাত সক্কুরের সন্তান, মীখায়ের সন্তান, মত্তনিয়ের সন্তান, শময়িয়ের পুত্র যে যোনাথন, তার পুত্র জাকারিয়া, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 এছাড়া তূরী হাতে কয়েকজন যাজক এবং আসফের বংশের সক্কূর ছেলে, মীখার ছেলে, মত্তনিয়ের ছেলে, শময়িয়র ছেলে যোনাথন, তার ছেলে সখরিয়, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 তুরীসহ কিছু সংখ্যক পুরোহিত তাঁদের সঙ্গে গেলেন। আসফের পুত্র সক্কুর, তাঁর পুত্র মীখায়া, তাঁর পুত্র মত্তনিয়, তাঁর পুত্র শময়িয়, তাঁর পুত্র যোনাথন, যোনাথনের পুত্র সখরিয় অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 আর তূরীর সহিত যাজক-সন্তানদের মধ্যে কতকগুলি লোক, অর্থাৎ আসফের বংশজাত সক্কুরের সন্তান, মীখায়ের সন্তান, মত্তনিয়ের সন্তান, শময়িয়ের পুত্র যে যোনাথন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 শিঙা নিয়ে কয়েক জন যাজকও তাদের সঙ্গে গেলেন। আর গেলেন সখরিয়। (সখরিয় ছিলেন যোনাথনের পুত্র। এই যোনাথন আবার শময়িয়র পুত্র, যে কিনা মত্তনিয়ের পুত্র। আর মত্তনিয় হলেন, মীখার পুত্র, সক্কুরের পৌত্র ও আসফের পৌত্র।) অধ্যায় দেখুন |