Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 আর শিখ্রির পুত্র যোয়েল তাহাদের কার্যের তত্ত্বাবধায়ক ছিল, এবং হস্‌সনূয়ার পুত্র, যিহূদা নগরের দ্বিতীয় কর্তা ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 আর শিখ্রির পুত্র যোয়েল তাদের কাজের তত্ত্বাবধায়ক ছিল এবং হস্‌সনূয়ার পুত্র, এহুদা নগরের দ্বিতীয় মালিক ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 সিখ্রির ছেলে যোয়েল তাদের প্রধান কর্মচারী ছিল, এবং হস্‌সনূয়ার ছেলে যিহূদা নগরের দ্বিতীয় কর্তা ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 শিখ্রির পুত্র তাদের প্রধান অধ্যক্ষ ছিলেন। হস্‌সনুয়ার পুত্র যিহুদা সহকারী অধ্যক্ষ ছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 আর শিখ্রির পুত্র যোয়েল তাহাদের কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল, এবং হস্‌সনূয়ার পুত্র, যিহূদা নগরের দ্বিতীয় কর্ত্তা ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 এরা শিখ্রির পুত্র যোয়েলের তত্ত্বাবধানে ছিলেন। আর হস‌্সনূয়ার পুত্র যিহূদা, জেরুশালেমের দ্বিতীয় জেলার দায়িত্বে ছিলেন।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:9
5 ক্রস রেফারেন্স  

বিন্যামীন-সন্তানগণের মধ্যে মশুল্লমের পুত্র সল্লু, মশুল্লম হোদবিয়ের পুত্র, ইনি হস্‌নূয়ের পুত্র।


যিষ্‌হরের সন্তান কোরহ, নেফগ ও সিখ্রি।


ইহার পরে গব্বয় ও সল্লয় প্রভৃতি নয়শত আটাইশ জন।


যাজকদের মধ্যে; যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন,


আর বানির পুত্র উষি যিরূশালেমস্থ লেবীয়দের তত্ত্বাবধায়ক ছিল; সেই বানি হশবিয়ের পুত্র, হশবিয় মত্তনিয়ের পুত্র, মত্তনিয় মীখার পুত্র; মীখা আসফ বংশজাত গায়কদের মধ্যে একজন। উষি ঈশ্বরের গৃহের কর্মের অধ্যক্ষ ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন