Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

35 লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করিত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করতো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 লোদে ও ওনোতে, এবং শিল্পকরদের উপত্যকাতে বাস করত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 লোদ ও ওনোতে বাস করত। প্রকৃতপক্ষে যিহুদীয়ার লোকেরা দক্ষিণে বেরশেবা থেকে উততরে কারিগরদের উপত্যকা পর্যন্ত স্থানে বসবাস করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 সবোয়িমে, নবল্লাটে, লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 লোদ, ওনো এবং কারিগরদের উপত্যকায় বাস করত।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:35
8 ক্রস রেফারেন্স  

আর ইল্পালের সন্তান- এবর ও মিশিয়ম, এবং ওনো, লোদ ও তাহার উপনগর সকলের পত্তনকারী শেমদ,


লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত একুশ জন।


আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা আর সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা-নিবাসিগণের পিতা যোয়াব, কেননা তাহারা শিল্পকার ছিল।


আর পিতর সকল স্থানে ভ্রমণ করিতে করিতে লুদ্দা-নিবাসী পবিত্রগণের নিকটেও গেলেন।


তাহাতে সে তৎক্ষণাৎ উঠিল। তখন লুদ্দা ও শারোণ-নিবাসী সমস্ত লোক তাহাকে দেখিতে পাইল, এবং তাহারা প্রভুর প্রতি ফিরিল।


হাদীদে, সবোয়িমে, নবল্লাটে,


আর যিহূদার বংশীয় কোন কোন পালাভুক্ত কয়েকজন লেবীয় বিন্যামীনের সহিত সংযুক্ত হইল।


তখন সন্‌বল্লট ও গেশম লোক দ্বারা আমার কাছে এই কথা বলিয়া পাঠাইল, আইস, আমরা ওনো সমস্থলীর কোন পল্লীগ্রামে একত্র হই। কিন্তু তাহারা আমার ক্ষতি করিতে মনস্থ করিয়াছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন