Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

27 হৎসর-শুয়ালে, বের্‌-শেবাতে ও তাহার উপনগরসমূহে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 হৎসর-শুয়ালে, বের-শেবাতে ও তার উপনগরগুলোতে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 হৎসর-শূয়ালে, বের-শেবাতে ও তার উপনগরগুলিতে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

27 এবং হৎশর-শুয়েল, বেরশেবা ও তার গ্রামগুলিতেও বাস করত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 মোলাদাতে, বৈৎপেলটে, হৎসর-শুয়ালে, বের্‌-শেবাতে ও তাহার উপনগরসমূহে,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:27
9 ক্রস রেফারেন্স  

পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দান অবধি বের্‌-শেবা পর্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মনুষ্যের ন্যায় মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হইল।


হৎসর-শূয়াল, বালা, এৎসম,


হৎসর-শূয়াল, বেরশেবা, বিষিয়োথিয়া,


আর তিনি তাহার নাম শিবিয়া [দিব্য] রাখিলেন, এই জন্য অদ্য পর্যন্ত সেই নগরের নাম বের্‌-শেবা রহিয়াছে।


এই জন্য তিনি সেই স্থানের নাম বের্‌-শেবা [দিব্যের কূপ] রাখিলেন, কেননা সেই স্থানে তাঁহারা উভয়ে দিব্য করিলেন।


পরে অব্রাহাম প্রত্যুষে উঠিয়া রুটি ও জলপূর্ণ কুপা লইয়া হাগারের স্কন্ধে দিয়া বালকটিকে সমর্পণ করিয়া তাহাকে বিদায় করিলেন। তাহাতে সে প্রস্থান করিয়া বের্‌-শেবা প্রান্তরে ঘুরিয়া বেড়াইল।


আর যেশূয়েতে, মোলাদাতে, বৈৎ-পেলটে,


সিক্লগে, মকোনাতে ও তাহার উপনগরসমূহে,


তাহারা বের্‌-শেবাতে, মোলাদাতে, হৎসর-শূয়ালে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন