Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 আর দ্বারপালেরা অক্কূব, টল্‌মোন ও দ্বার সকলের প্রহরী তাহাদের ভ্রাতৃগণ- একশত বাহাত্তর জন ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আর দ্বারপালেরা অক্কুব, টল্‌মোন ও দ্বারগুলোর প্রহরী তাদের ভাইয়েরা ছিল, এক শত বাহাত্তর জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 দ্বার রক্ষকদের মধ্যে: অক্কূব, টল্‌মোন ও তাদের সঙ্গীরা, যারা দ্বারগুলি পাহারা দিত তারা ছিল 172 জন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 অক্কুব ও টলমোন, যাঁরা দ্বারে প্রহরায় নিযুক্ত ছিলেন, সহযোগীসহ তাঁদের সংখ্যা ছিল 172 জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর দ্বারপালেরা—অক্কুব, টল্‌মোন, ও দ্বার সকলের প্রহরী তাহাদের ভ্রাতৃগণ—এক শত বাহাত্তর জন ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 দ্বাররক্ষীদের মধ্যে অক্কুব, টল্‌মোন ও তাদের 172 জন ভাই জেরুশালেমে যান। এঁরা শহরের দরজাগুলির দিকে খেয়াল রাখতেন ও পাহারা দিতেন।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:19
7 ক্রস রেফারেন্স  

কেননা তোমার প্রাঙ্গণে এক দিনও সহস্র দিন অপেক্ষা উত্তম; বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়।


মত্তনিয় ও বক্‌বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্‌মোন, ও অক্কূব দ্বারপাল হইয়া দ্বারসমূহের নিকটবর্তী ভাণ্ডার সকলের প্রহরি-কর্ম করিত।


দ্বারপালবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টল্‌মোনের সন্তান, অক্কূবের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান, একশত আটত্রিশ জন।


পরে তাহারা গিয়া নগরের দ্বার-রক্ষকদিগকে ডাকিয়া তাহাদিগকে সংবাদ দিল যে, আমরা অরামীয়দের শিবিরে গিয়াছিলাম; আর দেখ, সেখানে কেহ নাই, মানুষের শব্দও নাই, কেবল ঘোড়াগুলি বাঁধা ও গাধাগুলি বাঁধা, আর তাম্বু সকল যেমন ছিল, তেমনি আছে।


পবিত্র নগরস্থ লেবীয়েরা সর্বসুদ্ধ দুই শত চুরাশি জন ছিল।


আর ইস্রায়েলের, যাজকদের, লেবীয়দের অবশিষ্ট লোকেরা যিহূদার সমস্ত নগরে আপন আপন অধিকারে থাকিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন