নহিমিয় 11:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আর আসফের সন্তান, সব্দির সন্তান, মীখার পুত্র মত্তনিয় প্রার্থনাকালীন স্তবগান আরম্ভকরণে প্রধান ছিল, এবং তাহার ভ্রাতাদের মধ্যে বক্বুকিয় দ্বিতীয় ছিল, এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর আসফের সন্তান, সব্দির সন্তান, মিকাহ্র পুত্র মত্তনিয় মুনাজাতকালীন প্রশংসা-গজল আরম্ভ করার কাজে প্রধান ছিল। তার ভাইদের মধ্যে বক্বুকিয় দ্বিতীয় ছিল এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 মত্তনিয়ের ছেলে মীখা, মীখা সব্দির ছেলে, আসফের ছেলে সব্দি, যে ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনার কাজে প্রধান ছিল; তার সহকর্মীদের মধ্যে বক্বুকিয় ছিল দ্বিতীয়; এবং শম্মুয়ের ছেলে অব্দ, শম্মূয় গাললের ছেলে, গাললে যিদূথূনের ছেলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 আসফের পুত্র সব্দি, সব্দির পুত্র মীখা, মীখার পুত্র মত্তনিয় সঙ্গীতসহ ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনা করতেন। তাঁর সহযোগীদের মধ্যে দ্বিতীয়স্থানের অধিকারী বক্বুকিয়, যেদুথুনের পুত্র গালল, গাললের পুত্র শম্মুয়, শম্মুয়ের পুত্র অব্দ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর আসফের সন্তান, সব্দির সন্তান, মীখার পুত্র মত্তনিয় প্রার্থনাকালীন স্তবগান আরম্ভ করণে প্রধান ছিল, এবং তাহার ভ্রাতাদের মধ্যে বক্বুকিয় দ্বিতীয় ছিল, এবং যিদূথূনের সন্তান, গাললের সন্তান, শম্মুয়ের পুত্র অব্দ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 মীখার পুত্র মত্তনিয়, (মীখা ছিলেন সব্দির পুত্র, সব্দি ছিলেন প্রশস্তি ও প্রার্থনা সঙ্গীত দলের পরিচালক আসফের পুত্র।) এবং বক্বুকিয় যে ছিল তার ভাইদের ভারপ্রাপ্তদের মধ্যে দ্বিতীয় এবং শম্মুয়ের পুত্র অব্দ; শম্মুয় ছিলেন গাললের পুত্র। গালল ছিলেন যিদূথূনের পুত্র। অধ্যায় দেখুন |