নহিমিয় 11:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর তাহাদের ভ্রাতৃগণ একশত আটাইশ জন বীরপুরুষ ছিল, এবং তাহাদের কার্যের তত্ত্বাবধায়ক ছিল সব্দীয়েল, সে হগ্গদোলীমের পুত্র। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর তাদের ভাইয়েরা এক শত আটাশজন বীরপুরুষ ছিল এবং তাদের কাজের তত্ত্বাবধায়ক ছিল, সব্দীয়েল, সে হগ্গদোলীমের পুত্র; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 এবং তার সহকর্মীরা, যারা শক্তিশালী লোক ছিল 128 জন। হগ্গদোলীমের ছেলে সব্দীয়েল ছিল তাদের প্রধান কর্মচারী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 তাঁদের সহযোগী বীর যোদ্ধাসহ তাঁরা 128 জল ছিলেন। হগগদোলিমের পুত্র সব্দিয়েল তাদের প্রধান অধ্যক্ষ ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর তাহাদের ভ্রাতৃগণ এক শত আটাশ জন বীরপুরুষ ছিল, এবং তাহাদের কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল সব্দীয়েল, সে হগ্গদোলীমের পুত্র। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 এঁদের সঙ্গে গেলেন ইম্মেরের আরো 128 জন ভাই। (যারা সকলেই একেক জন সাহসী সৈনিক। এই দলটির পরিচালনার কর্তৃত্ব ছিল হগ্গদোলীমের পুত্র সব্দীয়েল।) অধ্যায় দেখুন |