Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 11:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 যাজকদের মধ্যে; যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 ইমামদের মধ্যে; যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন, হিল্কিয়ের পুত্র সরায়;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 যাজকদের মধ্যে: যোয়ারীবের ছেলে যিদয়িয়, যাখীন;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 যাজকদের মধ্যে; যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন, হিল্কিয়ের পুত্র সরায়;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 যাজকদের মধ্যে জেরুশালেমে গেলেন: যোয়ারীবের পুত্র যিদয়িয়, যাখীন,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 11:10
9 ক্রস রেফারেন্স  

যাজকদের মধ্যে যিদয়িয়, যিহোয়ারীব ও যাখীন;


যোয়ারীবের কুলে মত্তনয়, যিদয়িয়ের কুলে উষি,


শময়িয়, যোয়ারীব, যিদয়িয়,


যাজকবর্গ; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয়শত তিয়াত্তর জন।


তখন আমি ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইল্‌নাথন, যারিব, ইল্‌নাথন, নাথন, সখরিয়, ও মশুল্লম এই সকল প্রধান লোককে, এবং যোয়ারীব ও ইল্‌নাথন নামে দুই জন শিক্ষককে ডাকিতে পাঠাইলাম।


যাজকবর্গ; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয়শত তিয়াত্তর জন।


শিমিয়োনের পুত্র যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও তাহার কনানীয়া স্ত্রীজাত পুত্র শৌল।


আর শিখ্রির পুত্র যোয়েল তাহাদের কার্যের তত্ত্বাবধায়ক ছিল, এবং হস্‌সনূয়ার পুত্র, যিহূদা নগরের দ্বিতীয় কর্তা ছিল।


হিল্কিয়ের পুত্র সরায়; সেই হিল্কিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র; অহীটুব ঈশ্বরের গৃহের অধ্যক্ষ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন