Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 10:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 পশহূর, অমরিয়, মল্কিয়,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 পশহূর, অমরিয়, মল্কিয়,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 পশ্‌হূর, অমরিয়, মল্কিয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 অসরিয়, যিরমিয়, পশহূর, অমরিয়,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 সরায়, অসরিয়, যিরমিয়, পশ‌্হূর, অমরিয়, মল্কিয়,

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 10:3
13 ক্রস রেফারেন্স  

ইষ্রার কুলে মশুল্লম, অমরিয়ের কুলে যিহোহানন,


অমরিয়, মল্লূক, হটুশ,


আর গৃহের কর্মকারী তাহাদের ভ্রাতৃগণ আট শত বাইশ জন; এবং যিরোহমের পুত্র অদায়া; সেই যিরোহম পললিয়ের পুত্র, পললিয় অম্‌সির পুত্র, অম্‌সি সখরিয়ের পুত্র, সখরিয় পশ্‌হূরের পুত্র, পশ্‌হূর মল্কিয়ের পুত্র।


বস্তুতঃ অধ্যাপক ইষ্রা ঐ কার্যের জন্য নির্মিত এক কাষ্ঠময় মঞ্চের উপরে দাঁড়াইলেন, এবং তাঁহার দক্ষিণ পার্শ্বে মত্তিথিয়, শেমা, অনায়, ঊরিয়, হিল্কিয় ও মাসেয়, এবং তাঁহার বাম পার্শ্বে পদায়, মীশায়েল, মল্কিয়, হশুম, হশবদ্দানা, সখরিয় ও মশুল্লম দাঁড়াইল।


হারীমের পুত্র মল্কিয় ও পহৎ-মোয়াবের পুত্র হশূব অন্য এক ভাগ ও তুন্দুরের দুর্গ মেরামত করিল।


ইনি মীখায়েলের পুত্র, ইনি বাসেয়ের পুত্র, ইনি মল্কিয়ের পুত্র,


আর মল্কিয়ের প্রপৌত্র পশ্‌হূরের পৌত্র যিরোহমের পুত্র অদায়া; এবং ইম্মেরের অতিবৃদ্ধ প্রপৌত্র মশিল্লমীতের বৃদ্ধ প্রপৌত্র মশুল্লমের প্রপৌত্র যহসেরার পৌত্র অদীয়েলের পুত্র মাসয়;


সরায়, অসরিয়, যিরমিয়,


হটূশ, শবনিয়, মল্লূক,


হিল্কিয়ের পুত্র সরায়; সেই হিল্কিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদোকের পুত্র, সাদোক মরায়োতের পুত্র, মরায়োৎ অহীটুবের পুত্র; অহীটুব ঈশ্বরের গৃহের অধ্যক্ষ।


এই যাজকগণ ও লেবীয়েরা শল্‌টীয়েলের পুত্র সরুব্বাবিলের ও যেশূয়ের সহিত আসিয়াছিল, সরায়, যিরমিয়, ইষ্রা,


এবং অসরিয়, ইষ্রা, ও মশুল্লম,


যিহূদা ও বিন্যামীন এবং শময়িয় ও যিরমিয় গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন