Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




নহিমিয় 1:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

1 বিংশতিতম বৎসরে কিশ্‌লেব মাসে আমি শূশন রাজধানীতে ছিলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 বিশতম বছরে কিশ্‌লেব মাসে আমি শূশন রাজধানীতে ছিলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হখলিয়ের পুত্র, নহিমিয়ের কথা: বিংশতিতম বছরের কিশ্‌লেব মাসে যখন আমি শূশনের রাজধানিতে ছিলাম,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 পারস্যের সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের বিংশতি বর্ষের কিশলেব মাসে যখন আমি নহিমিয় রাজধানী সুসাতে ছিলাম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 বিংশতিতম বৎসরের কিশ্‌লেব মাসে আমি শূশন রাজধানীতে ছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 এগুলি হখলিয়ের পুত্র, নহিমিয়ের গল্প: রাজা অর্তক্ষস্তর রাজত্বের 20 বছরের মাথায়, কিশ্লেব মাসে আমি শূশনের রাজধানীতে ছিলাম।

অধ্যায় দেখুন কপি




নহিমিয় 1:1
9 ক্রস রেফারেন্স  

আর দারিয়াবস রাজার চতুর্থ বৎসরে কিষ্‌লেব নামক নবম মাসের চতুর্থ দিনে সদাপ্রভুর বাক্য সখরিয়ের নিকটে উপস্থিত হইল।


মুদ্রাঙ্ককারীদের নাম হখলিয়ের পুত্র নহিমিয় শাসনকর্তা, এবং সিদিকিয়,


তৎকালে অহশ্বেরশ রাজা শূশন রাজধানীতে রাজ-সিংহাসনে উপবিষ্ট হইয়া,


আমি দর্শনক্রমে দৃষ্টিপাত করিতে করিতে দেখিলাম, যেন আমি এলম প্রদেশস্থ শূশন রাজবাটীতে আছি; আবার দর্শনক্রমে দেখিলাম, যেন আমি ঊলয় নদীর তীরে আছি।


অর্তক্ষস্ত রাজার সপ্তম বৎসরে ইস্রায়েল-সন্তানদের, যাজকদের, ও লেবীয়দের, গায়কদের, দ্বারপালদের ও নথীনীয়দের কতকগুলি লোক যিরূশালেমে যাত্রা করিল।


ধাবকগণ রাজাজ্ঞা পাইয়া সত্বর বাহিরে গেল; এবং সেই আজ্ঞা শূশন রাজধানীতে প্রচারিত হইল; পরে রাজা ও হামন পান করিতে বসিলেন, কিন্তু শূশন নগরের সকল লোক উদ্বিগ্ন হইল।


অর্তক্ষস্ত রাজার অধিকারের বিংশতিতম বৎসরের নীসন মাসে রাজার সম্মুখে দ্রাক্ষারস থাকাতে আমি সেই দ্রাক্ষারস লইয়া রাজাকে দিলাম। [তৎপূর্বে] আমি তাঁহার সাক্ষাতে কখনও বিষণ্ন হই নাই।


পরে যিহূদার ও বিন্যামীনের সমস্ত পুরুষ তিন দিনের মধ্যে যিরূশালেমে একত্র হইল; সেই দিন নবম মাসের বিংশতিতম দিন।


অধিকন্তু আমি যে সময়ে যিহূদা দেশে তাহাদের অধ্যক্ষপদে নিযুক্ত হইয়াছিলাম, সেই অবধি অর্থাৎ অর্তক্ষস্ত রাজার বিংশতিতম বৎসরাবধি দ্বাত্রিংশ বৎসর পর্যন্ত, দ্বাদশ বৎসর আমি ও আমার ভ্রাতৃগণ দেশাধ্যক্ষের বৃত্তি ভোগ করি নাই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন