দ্বিতীয় বিবরণ 8:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 সেই দেশে গম, যব, দ্রাক্ষালতা, ডুমুর গাছ ও দাড়িম্ব, এবং তৈলদায়ক জলপাইবৃক্ষ ও মধু উৎপন্ন হয়; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 সেই দেশে গম, যব, আঙ্গুরলতা, ডুমুর গাছ ও ডালিম এবং তৈলদায়ক জলপাই গাছ ও মধু উৎপন্ন হয়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সেই দেশে রয়েছে প্রচুর গম ও যব, আঙুর ও ডুমুর গাছ, ডালিম, জলপাই তেল এবং মধু; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 সেখানে গম, যব, আঙুরলতা, ডুমুর গাছ, ডালিম, জলপাইগাছ ও মধু উৎপন্ন হয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 সেই দেশে গোধূম, যব, দ্রাক্ষালতা, ডুমুর গাছ ও দাড়িম্ব, এবং তৈলদায়ক জিতবৃক্ষ ও মধু উৎপন্ন হয়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 সেই দেশে গম এবং বার্লি, দ্রাক্ষালতা, ডুমুর গাছ এবং ডালিম আছে। সেই দেশে জলপাই তেল এবং মধু আছে। অধ্যায় দেখুন |