দ্বিতীয় বিবরণ 4:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কিন্তু তোমরা যত লোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আসক্ত ছিলে, সকলেই অদ্য জীবিত আছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কিন্তু তোমরা যত লোক তোমাদের আল্লাহ্ মাবুদের প্রতি আসক্ত ছিলে, সকলেই এখনও জীবিত আছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কিন্তু তোমরা যারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে আঁকড়ে ধরেছিলে, তোমরা সবাই এখনও বেঁচে আছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 কিন্তু তোমরা যারা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অনুরক্ত ছিলে, তারা সকলেই আজও বেঁচে আছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কিন্তু তোমরা যত লোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আসক্ত ছিলে, সকলেই অদ্য জীবিত আছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু তোমরা সকলে যারা তোমাদের প্রভু, ঈশ্বরের অনুগামী হয়েই থেকেছিলে, তারা আজও বেঁচে আছ। অধ্যায় দেখুন |
পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম; সেইগুলির উপরে কেহ কেহ বসিলেন, তাঁহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল। আর যীশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল, এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম; তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রীষ্টের সহিত রাজত্ব করিল।