দ্বিতীয় বিবরণ 33:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 আর আশেরের বিষয়ে তিনি কহিলেন, পুত্রগণে আশের আশীর্বাদযুক্ত হউক, সে আপন ভ্রাতাদের নিকটে অনুগৃহীত হউক, সে আপন চরণ তৈলে মগ্ন করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর আশেরের বিষয়ে তিনি বললেন, পুত্রদের দ্বারা আশের দোয়াযুক্ত হোক, সে তার ভাইদের কাছে অনুগ্রহের পাত্র হোক, তার পা তেলে ডুবে থাকুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 আশেরের বিষয়ে তিনি বলেছিলেন: আশের অন্যদের চেয়ে বেশি আশীর্বাদ পাবে; সে যেন ভাইদের কাছে প্রিয় হয়, তার পা-দুটি যেন তেলের মধ্যে ডুবে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 আশের সম্পর্কে তিনি বললেনঃ সকলের মধ্যে আশের হোক সর্বাপেক্ষা আশিস্ধন্য তার ভ্রাতাদের অনুগ্রহ ভাজন হোক সে তৈলসিক্ত হবে তার চরণযুগল! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর আশেরের বিষয়ে তিনি কহিলেন, পুত্রগণে আশের আশীর্ব্বাদযুক্ত হউক, সে আপন ভ্রাতাদের কাছে অনুগৃহীত হউক, সে আপন চরণ তৈলে মগ্ন করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 আশের সম্বন্ধে মোশি বললেন: “পুত্রদের মধ্যে আশেরই সবচেয়ে আশীর্বাদপ্রাপ্ত। সে তার ভাইদের মধ্যে প্রিয় হোক্, সে তার পা তেলে ধুয়ে নিক। অধ্যায় দেখুন |