দ্বিতীয় বিবরণ 33:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 আর নপ্তালির বিষয়ে তিনি কহিলেন, নপ্তালি! তুমি অনুগ্রহে তৃপ্ত, আর সদাপ্রভুর আশীর্বাদে পরিপূর্ণ; তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 আর নপ্তালির বিষয়ে তিনি বললেন, নপ্তালি! তুমি তাঁর সন্তোষে তৃপ্ত, আর মাবুদের দোয়ায় পরিপূর্ণ; তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 “নপ্তালির বিষয়ে তিনি বলেছিলেন: “নপ্তালি সদাপ্রভুর করুণায় তৃপ্ত আর তাঁর আশীর্বাদে পরিপূর্ণ; সে সমুদ্র ও দক্ষিণ অধিকার করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 নপ্তালি সম্পর্কে তিনি বললেনঃ নপ্তালি! অনুগ্রহে পুষ্ট তুমি, প্রভু পরমেশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ, সাগর ও দক্ষিণসীমা অধিকার কর তুমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 আর নপ্তালির বিষয়ে তিনি কহিলেন, নপ্তালি! তুমি অনুগ্রহে তৃপ্ত, আর সদাপ্রভুর আশীর্ব্বাদে পরিপূর্ণ; তুমি সমুদ্র ও দক্ষিণ অধিকার কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 নপ্তালি সম্বন্ধে মোশি বললেন: “নপ্তালি তুমি অনেক উত্তম বিষয় পাবে। প্রভু সত্য সত্যই তোমায় আশীর্বাদ করবেন। গালীল হ্রদের দেশ তুমিই পাবে।” অধ্যায় দেখুন |