দ্বিতীয় বিবরণ 33:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 সদাপ্রভু, তাহার সম্পত্তিতে আশীর্বাদ কর, তাহার হস্তের কর্ম গ্রাহ্য কর; তাহাদের কটিদেশে আঘাত কর, যাহারা তাহার বিরুদ্ধে উঠে, যাহারা তাহাকে দ্বেষ করে, যেন তাহারা আর উঠিতে না পারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 মাবুদ, তার সম্পত্তিতে দোয়া কর, তার হাতের কাজ গ্রাহ্য কর; তাদের কোমরে আঘাত কর, যারা তার বিরুদ্ধে উঠে, যারা তাকে হিংসা করে, যেন তারা আর উঠতে না পারে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 সদাপ্রভু, তার সকল দক্ষতাতে আশীর্বাদ করো, এবং তার হাতের কাজে খুশি হও। যারা তার বিরুদ্ধে যাবে তাদের আঘাত করো, যেন তার শত্রুরা আর উঠতে না পারে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 হে প্রভু পরমেশ্বর, তার ক্ষমতাকে কর আশিস্পুত, গ্রাহ্য কর তার হস্তকৃত কর্ম, যারা তার বিরোধী, কটিদেশ চূর্ণ কর তাদের যেন তার বিদ্বেষীরা আর উঠে দাঁড়াতে না পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 সদাপ্রভো, তাহার সম্পত্তিতে আশীর্ব্বাদ কর, তাহার হস্তের কর্ম্ম গ্রাহ্য কর; তাহাদের কটিদেশ আঘাত কর, যাহারা তাহার বিরুদ্ধে উঠে, যাহারা তাহাকে দ্বেষ করে, যেন তাহারা আর উঠিতে না পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 “প্রভু, লেবীর শক্তিকে আশীর্বাদ কর। তার হাতের কাজ গ্রহণ কর। যারা তাদের আক্রমণ করে তাদের ধ্বংস কর। তার শত্রুদের পরাজিত কর, যেন শত্রুরা আর কখনও ফিরে আক্রমণ করতে না পারে।” অধ্যায় দেখুন |