Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দ্বিতীয় বিবরণ 32:44 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

44 আর মোশি ও নূনের পুত্র যিহোশূয় আসিয়া লোকদের কর্ণগোচরে এই গীতের সমস্ত কথা কহিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

44 আর মূসা ও নূনের পুত্র ইউসা এসে লোকদের কর্ণগোচরে এই গজলের সমস্ত কথা বললেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

44 মোশি নূনের ছেলে যিহোশূয়কে সঙ্গে নিয়ে এই গানের সব কথা লোকদের শোনালেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

44 এইভাবে মোশি ও নূনের পুত্র যিহোশূয় ইসরায়েলীদের কাছে গানের মাধ্যমে সমস্ত বিষয় ব্যক্ত করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

44 আর মোশি ও নূনের পুত্র হোশেয় আসিয়া লোকদের কর্ণগোচরে এই গীতের সমস্ত কথা কহিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

44 তারপর মোশি একে ইস্রায়েলের লোকদের শুনিয়ে শুনিয়ে এই গানের সমস্ত কথাগুলি বললেন। নূনের পুত্র যিহোশূয় মোশির সাথে ছিলেন।

অধ্যায় দেখুন কপি




দ্বিতীয় বিবরণ 32:44
5 ক্রস রেফারেন্স  

মোশি যাঁহাদিগকে দেশ নিরীক্ষণ করিতে পাঠাইলেন, এই ছিল সেই লোকদের নাম। আর মোশি নূনের পুত্র হোশেয়ের নাম যিহোশূয় রাখিলেন।


ইফ্রয়িম বংশের মধ্যে নূনের পুত্র হোশেয়;


পরে মোশি প্রথম হইতে শেষ পর্যন্ত ইস্রায়েলের সমস্ত সমাজের কর্ণগোচরে এই গীতের কথাগুলি বলিতে লাগিলেন।


পরে মোশি সেই দিবসে ঐ গীত লিপিবদ্ধ করিয়া ইস্রায়েল সন্তানগণকে শিক্ষা দিলেন।


মোশি সমস্ত ইস্রায়েলের কাছে এই সকল কথা সমাপ্ত করিলেন;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন