দ্বিতীয় বিবরণ 32:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 তাহারা ক্ষুধাতে ক্ষীণ হইবে, জ্বলন্ত অঙ্গারে ও উগ্র সংহারে কবলিত হইবে; আমি তাহাদের কাছে জন্তুদের দন্ত পাঠাইব, ধূলিস্থ উরোগামীদের বিষ সহকারে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 তারা ক্ষুধায় ক্ষীণ হবে, জ্বলন্ত অঙ্গারে ও উগ্র সংহারে আক্রান্ত হবে; আমি তাদের কাছে জন্তুদের দাঁত পাঠাবো, ধূলির উপরে বুকে ভর করে চলা সাপের বিষ সহকারে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 আমি তাদের বিরুদ্ধে দেহ ক্ষয় করা দুর্ভিক্ষ আনব, ধ্বংসকারী মহামারি ও কষ্ট ভরা রোগ পাঠিয়ে দেব; আমি তাদের বিরুদ্ধে বন্য দাঁতাল পশুদের আর বুকে ভর দিয়ে চলা বিষাক্ত সাপ পাঠাব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 প্রচণ্ড দুর্ভিক্ষে শীর্ণ হবে তারা, দারুণ দহনে, ভয়ঙ্কর মহামারীতে তারা হবে আক্রান্ত। আমি পাঠাব হিংস্র জন্তু ও বিষধর সরীসৃপদের, তারা দংশন করবে তাদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 তাহারা ক্ষুধাতে ক্ষীণ হইবে, জ্বলন্ত অঙ্গারে ও উগ্র সংহারে কবলিত হইবে; আমি তাহাদের কাছে জন্তুদের দন্ত পাঠাইব, ধূলিস্থ উরোগামীদের বিষ সহকারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 তারা ক্ষুধায় রোগা হয়ে যাবে। ভয়ঙ্কর সব রোগ তাদের ধ্বংস করে ফেলবে। আমি তাদের বিরুদ্ধে বন্য জন্তু পাঠাব। বিষাক্ত সাপ দ্বারা তারা দংশিত হবে। অধ্যায় দেখুন |