দ্বিতীয় বিবরণ 32:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 উহারা অনীশ্বর দ্বারা আমার অন্তর্জ্বালা জন্মাইল, স্ব স্ব অসার বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করিল; আমিও নজাতি দ্বারা উহাদের অর্ন্তজ্বালা জন্মাইব, মূঢ় জাতি দ্বারা উহাদিগকে অসন্তুষ্ট করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 যারা আল্লাহ্ নয় এমন দেবতার দ্বারা ওরা আমার অন্তর্জ্বালা জন্মালো, নিজ নিজ অসার বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করলো; আমিও ন-জাতি দ্বারা ওদের অন্তর্জ্বালা জন্মাবো, মূঢ় জাতি দ্বারা ওদেরকে অসন্তুষ্ট করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 যারা ঈশ্বর নয় তাদের দ্বারা আমাকে ঈর্ষান্বিত করেছে এবং তাদের মূল্যহীন মূর্তি দ্বারা আমার ক্রোধ জাগিয়েছে। যারা প্রজা নয় তাদের দ্বারা আমি তাদের পরশ্রীকাতর করব; যে জাতি কিছু বোঝে না তাদের দ্বারা আমি তাদের অসন্তুষ্ট করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 যারা ঈশ্বর নয় তাদের অনুগামী হয়ে এরা সৃষ্টি করেছে আমার অন্তর্দাহ, এদের অলীক প্রতিমাগুলি আমাকে করেছে কুপিত, তাই আমিও এমন লোকদের দ্বারা এদের ঈর্ষার উদ্রেক করব, যারা জাতি হিসাবে নগণ্য, সেই বর্বর জাতির দ্বারা এদের করব প্ররোচিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 উহারা অনীশ্বর দ্বারা আমার অন্তর্জ্বালা জন্মাইল, স্ব স্ব অসার বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করিল; আমিও নজাতি দ্বারা উহাদের অন্তর্জ্বালা জন্মাইব, মূঢ় জাতি দ্বারা উহাদিগকে অসন্তুষ্ট করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তারা অনীশ্বর দ্বারা আমাকে ঈর্ষান্বিত করল। তারা ঐসব অর্থহীন মূর্ত্তি তৈরী করে আমাকে ক্রুদ্ধ করল। তাই আমি তাদের মধ্যে ঈর্ষা জন্মাব এমন লোকদের দ্বারা যারা প্রকৃতপক্ষে জাতি নয়। আমি তাদের একটি দুষ্ট জাতির দ্বারা ক্রুদ্ধ করব। অধ্যায় দেখুন |