দ্বিতীয় বিবরণ 31:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহী লেবীয়দিগকে এই আজ্ঞা করিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তারপর মাবুদের শরীয়ত-সিন্দুকবাহী লেবীয়দেরকে এই হুকুম করলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 তিনি সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহনকারী লেবীয়দের এই আদেশ দিলেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 প্রভু পরমেশ্বরের সঙ্গে চুক্তি সিন্দুক বহনকারী সেই লেবীয়দের তিনি নির্দেশ দিলেনঃ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহী লেবীয়দিগকে এই আজ্ঞা করিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 আর তা লেখা শেষ হলে, তিনি লেবীয়দের একটি আদেশ দিলেন। (এই লেবীয়রা প্রভুর চুক্তির সিন্দুক বয়ে নিয়ে যেত।) মোশি বললেন, অধ্যায় দেখুন |