দ্বিতীয় বিবরণ 30:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 কিন্তু সেই বাক্য তোমার অতি নিকটবর্তী, তাহা তোমার মুখে ও তোমার হৃদয়ে, যেন তুমি তাহা পালন করিতে পার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 কিন্তু সেই কালাম তোমার অতি নিকটবর্তী, তা তোমার মুখে ও তোমার অন্তরে, যেন তুমি তা পালন করতে পার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 না, সেই বাক্য তোমাদের খুব কাছেই আছে; তা তোমাদের মুখে ও তোমাদের হৃদয়ে রয়েছে, যেন তোমরা তা পালন করতে পারো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 কিন্তু সেই বাক্য তোমাদের অত্যন্ত নিকটেই আছে, তোমাদের ওষ্ঠাগ্রে, তোমাদের অন্তরে রয়েছে যেন তোমরা তা পালন করতে পার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 কিন্তু সেই বাক্য তোমার অতি নিকটবর্ত্তী, তাহা তোমার মুখে ও তোমার হৃদয়ে, যেন তুমি তাহা পালন করিতে পার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 না, সে বাক্য তোমাদের খুব কাছে, তোমাদের মুখে ও হৃদয়ে রয়েছে যাতে তা পালন করতে পার। অধ্যায় দেখুন |