দ্বিতীয় বিবরণ 3:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর গিলিয়দের অবশিষ্ট অংশ ও সমস্ত বাশন অর্থাৎ ওগের রাজ্য, সমস্ত বাশনের সহিত অর্গোবের সমস্ত অঞ্চল আমি মনঃশির অর্ধ বংশকে দিলাম। (তাহাই রফায়ীয় দেশ বলিয়া বিখ্যাত)। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর গিলিয়দের অবশিষ্ট অংশ ও সমস্ত বাশন অর্থাৎ উজের রাজ্য, সমস্ত বাশনের সঙ্গে অর্গোবের সমস্ত অঞ্চল আমি মানশার অর্ধেক বংশকে দিলাম। (তা-ই রফায়ীয় দেশ বলে বিখ্যাত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 গিলিয়দের বাকি অংশ এবং রাজা ওগের গোটা বাশন রাজ্যটি আমি মনঃশির অর্ধেক বংশকে দিলাম। (বাশনের মধ্যবর্তী সমস্ত অর্গোব এলাকাটিকে রফায়ীয়দের দেশ বলা হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আর গিলিয়দের অবশিষ্ট অংশ, সমগ্র বাশান অর্থাৎ ওগের রাজ্য এবং তার সঙ্গে আর্গোবের সমগ্র অঞ্চল আমি মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের দিলাম। (সমগ্র বাশান রফায়িমদের দেশ বলে খ্যাত ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর গিলিয়দের অবশিষ্ট অংশ ও সমস্ত বাশন অর্থাৎ ওগের রাজ্য, সমস্ত বাশনের সহিত অর্গোবের সমস্ত অঞ্চল আমি মনঃশির অর্দ্ধ বংশকে দিলাম। (তাহাই রফায়ীয় দেশ বলিয়া বিখ্যাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 মনঃশির পরিবারগোষ্ঠীর অর্ধেকাংশকে আমি গিলিয়দের অপর অর্ধেক এবং বাশনের সম্পূর্ণ অঞ্চল প্রদান করেছিলাম।” (বাশন ছিল ওগের রাজ্য। বাশনের কিছু অংশকে বলা হতো অর্গোব। এটিকে রফায়ীয় দেশও বলা হতো। অধ্যায় দেখুন |