দ্বিতীয় বিবরণ 29:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 আর তাঁহাদের দেশ লইয়া অধিকারার্থে রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশীয়দের অর্ধ বংশকে দিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আর তাঁদের দেশ নিয়ে অধিকার হিসেবে রূবেণীয় ও গাদীয় এবং মানশাদের অর্ধেক বংশকে দিলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 আমরা তাদের দেশ নিয়ে অধিকারের জন্য তা রূবেণীয়, গাদীয় এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোককে দিয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তাদের দেশ দখল করে আমরা রূবেণ ওগাদ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকজনের মধ্যে উত্তরাধিকার স্বরূপ বন্টন করে দিয়েছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আর তাঁহাদের দেশ লইয়া অধিকারার্থে রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশীয়দের অর্দ্ধ বংশকে দিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তারপর আমরা তাদের দেশ অধিকার করে তা রূবেণ, গাদ ও মনঃশির অর্ধেক পরিবারগোষ্ঠীর লোকদের দিয়ে দিয়েছিলাম। অধ্যায় দেখুন |