দ্বিতীয় বিবরণ 29:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আর আমি এই নিয়ম ও এই দিব্য কেবল তোমাদেরই সহিত করিতেছি, তাহা নয়; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আর আমি এই নিয়ম ও এই কসম কেবল তোমাদেরই সঙ্গে করছি, তা নয়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 আমি এই নিয়ম স্থাপন ও তার সঙ্গে শপথ করছি, কেবল তোমাদের সঙ্গে নয় অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আমি যে শুধু তোমাদের সঙ্গেই এই সম্বন্ধ স্থাপন করছি ও তোমাদের কাছেই এই শপথ করছি তা নয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আর আমি এই নিয়ম ও এই দিব্য কেবল তোমাদেরই সহিত করিতেছি, তাহা নয়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 প্রভু এই চুক্তি ও তাঁর প্রতিজ্ঞাসকল কেবল তোমাদের সাথেই করছেন না। অধ্যায় দেখুন |